নাইয়া’র ডাকে উপেক্ষিত বৃষ্টি, সদন ভরাল শ্রোতা

Social Share
নাইয়া’র শিল্পীরা

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ বোধনের দিন থেকেই আকাশের মুখ ভার। আজ বিশ্বকর্মা পুজোয় বৃষ্টি উপেক্ষা করার উপায় নেই। সেই সন্ধীক্ষণে ‘নাইয়া’ বহরমপুরবাসীকে উপহার দিল এক লোকসঙ্গীত সন্ধ্যা। মঙ্গলবার সন্ধ্যার সেই আসরেও বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। কিন্তু গানের টানে বৃষ্টি উপেক্ষা করে শেষ পর্যন্ত সদন ভরল শ্রোতায়। অতিথি শিল্পী স্বপন বসুর গানের তালে তাল মিলিয়ে সঙ্গও দিলেন শিল্পীকে।

দুটি পর্বে সাজানো হয়েছিল লোকসঙ্গীতের আসর। প্রথম পর্বে ছিল সংস্থার শিল্পীদের সমবেত সঙ্গীত পরিবেশন ও দ্বিতীয় পর্বে ছিল দুই আমন্ত্রিত শিল্পী শাশ্বতী মল্লিক ও স্বপন বসুর গান। প্রথম পর্বে হলে দর্শক শ্রোতার ঢুকতে দেরি হয় বৃষ্টির কারণে। ফলে শুরুতে তাল কাটে। সময়ের কারণেই বাদ দিতে হয় সংস্থার শিল্পীদের নির্ধারিত গানের অনুষ্ঠান। উপস্থিত দর্শকদের কারও কারও কাছে তা আপশোস মনে হলেও সেই খেদ কেটে যায় প্রখ্যাত শিল্পী স্বপন বসুর গান শুনে। ইতিমধ্যেই লোকগানে ৪৫ বছর পার করেছেন শিল্পী। এদিন শিল্পী তাঁর জনপ্রিয় গানগুলির কয়েকটি মঞ্চে গাইলেন। ইউটিউব কিংবা হেডফোন কানে গান শোনা আর সেই শিল্পীর লাইভ গান শোনার ফারাক এদিন টের পেয়েছেন শ্রোতারা।

গ্রাম বাংলার মানুষের ভাষায়, সুরে আজও কত লোকগান অশ্রুত এই বঙ্গে। এই গান বাংলার ঐতিহ্যও। তবু ময়ুরাক্ষীর এপাশে ওপাশে লোকসঙ্গীত নিয়ে নিয়মিত কাজ করবার মতো সংস্থা হাতে গোনা। তারমধ্যে বহরমপুরের ‘নাইয়া’ অন্যতম। সংস্থার কর্ণধার অনুপ চক্রবর্তী নিজেও একজন লোকসঙ্গীত শিল্পী। আর তাঁকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই গানের দল। ফি বছর এই সময় বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাইয়া’র ডাক উপেক্ষা করতে না পেরে লোকসঙ্গীত শুনতে ভিড় করেন সঙ্গীত রসিকরা। যখন ফেসবুক, ওয়টঅ্যাপ থেকে নজর ঘোরে না মানুষজনের সেই সময় এই ভিড় কৃতিত্বের দাবি রাখে বৈকি। এদিন নাইয়া’র পক্ষ থেকে দুঃস্থ বাউল শিল্পী অর্জুন বিশ্বাসকে আর্থিক সাহায্য করা হয়। অনুপ বলেন “এই অনুষ্ঠানের সমস্ত খরচ খরচা বাদ দিয়ে যেটুকু থাকে তাই দিয়ে দুঃস্থ শিল্পীদের সাহায্য করার চেষ্টা করা হয়।” ঐশী সম্মান জানানো হয় নৃত্য শিল্পী চুমকি সরকারকে।

বাউল শিল্পী অর্জুন বিশ্বাসের হাতে আর্থিক সাহায্য তুলে দিচ্ছেন শিল্পী স্বপন বসু

যখন প্রতিদিন প্রতি পলে হিংসা আর পরশ্রীকাতরতায় দিন কাটাচ্ছেন মানুষ এমনকি শিল্পীদের একাংশ, তখন নাইয়া’র এই উদ্যোগও ব্যতিক্রম। তবে এই বছর কিছুটা অগোছালো ঠেকেছে এই সংস্থার আয়োজন। আগের বছরের মতো আগামীতেও সেক্ষেত্রে থাকবে পেশাদারি ভঙ্গি সে বিষয়ে অবশ্য আশাবাদী নাইয়া’র বন্ধুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights