নাছোড় ছাত্র পরিষদ, বাতিল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ আগামী মঙ্গল ও বুধবার মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে নবীন বরণের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র বিলিও হয়ে গিয়েছিল সর্বত্র। কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই ফের নোটিশ দিয়ে তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। সেই বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোডও করে দেওয়া হয়েছে। এদিন রেজিস্ট্রার রাজীব মুখোপাধ্যায় বলেন, ” বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্তে পূর্ব নির্ধারিত অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। তা সংশ্লিষ্ট সকলকে জানিয়েও দেওয়া হয়েছে।”

কেন এই স্থগিতাদেশ সে বিষয়ে জিজ্ঞাসা করা হলে রাজীব বলেন, ” এর বেশি কিছু এখন বলতে পারবো না। সময়ে সব কিছু জানানো হবে।” তবে সূত্রের দাবি, নবীন বরণের অনুষ্ঠানকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়ে সিদ্ধান্ত নিতে গতকাল ছাত্র পরিষদের মুর্শিদাবাদ জেলা সভাপতির পক্ষ থেকে আইনজীবীর নোটিশ পাঠানো হয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষকে। তারপরেই কি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তাঁরা ? উত্তর দিতে চাননি রেজিস্ট্রার।

সূত্রের দাবি, নবীন বরণ অনুষ্ঠানের জন্য মঞ্চ বাঁধা থেকে আলোকসজ্জা সব কিছুর জন্য বরাত দেওয়া হয় ঠিকাদারকে। তারজন্য আগাম দরপত্র ডাকা হয়। সেই বিজ্ঞপ্তি দেওয়া হয় অনলাইন-অফলাইনে। দরপত্র জমা দেওয়ার সময়সীমা ছিল ৬ই জানুয়ারি। কিন্তু অভিযোগ, সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে দরপত্রে পিছনের তারিখ বসিয়ে তা আপলোড করা হয়েছে। অভিযোগ, আমন্ত্রণ পত্রের অতিথি তালিকায় দশ জনের বেশি তৃণমূল নেতাদের নাম রয়েছে অথচ সব পক্ষেরই নাম থাকার কথা আমন্ত্রণ পত্রে।

এইসব অভিযোগ তুলে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দিয়েছিল ছাত্র পরিষদ। কিন্তু ওই সংগঠনের ছাত্র নেতা মেহেরাজ শেখের দাবি, ” আমরা দুর্নীতির প্রমাণ উপাচার্যকে দেখিয়েছিলাম। কিন্তু সেদিন ওঁর উত্তর দেওয়ার কিছু ছিল না। এদিন অনুষ্ঠান বাতিল করে আমাদের দাবিকে প্রাথমিকভাবে মেনে নিল বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। বাকি কথা আদালতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights