TMC-র চিঠির জের! বিজেপিকে চিঠি দিল কমিশন

Social Share

সংবাদ প্রতিনিধি, কলকাতাঃ আদর্শ আচরণ বিধি বা MCC চালু হয়ে যাওয়ার পরে প্রধানমন্ত্রী দফতরকে কাজে লাগিয়ে দেশবাসীকে বিকশিত ভারতের মেসেজ পাঠিয়েছিল বিজেপি। কমিশনকে সেই মেসেজের স্ক্রিনশট নিয়ে অভিযোগ জানিয়েছিল তৃণমূল। বৃহস্পতিবার কমিশন থেকে বিজেপি-কে চিঠি ধরানো হয়েছে। নির্বাচন কমিশনের তরফে সিনিয়র প্রিন্সিপাল সেক্রেটারি নরেন্দ্র এম বুতোলিয়া কড়া ভাষায় কেন্দ্রের তথ্য ও সম্প্রচার দফতরের সচিবকে চিঠি দিয়েছেন। লিখেছেন, “আদর্শ আচরণবিধি জারি থাকাকালীন বিকশিত ভারতের কোনও মেসেজ আমজনতাকে পাঠানো যাবে না।”

বিকশিত ভারত’-এর লক্ষে দেশবাসীর সমর্থন চেয়ে খোলা চিঠি লেখেন। সেই চিঠি সবার কাছে পৌঁছয় ১৬ মার্চ। সূত্রের দাবি, তৃণমূল ছাড়াও অন্য বেশ কয়েকটি রাজনৈতিক দল বিজেপি’র হোয়াটসঅ্যাপ মেসেজের বিরোধিতা করে চিঠি দিয়েছিল কমিশনকে। এরপরেই কমিশন পদক্ষেপ নিতে বাধ্য হয় বলে দাবি তৃণমূলেরও। সোশ্যাল মিডিয়ায় TMC পক্ষ থেকে বিজেপি কটাক্ষ করে লেখা হয়েছে, ” গণতন্ত্রের অস্ত্রে জব্দ জমিদারি!” সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বিজেপিকে পাঠানো কমিশনের চিঠিও। দাবি করা হয়েছে “আমাদের প্রতিবাদে শেষমেশ টনক নড়ে @ECI -এর! হোয়াট্সঅ্যাপে Narendra Modi-এর প্রচার সর্বস্ব বার্তা পাঠানো বন্ধ করতে পদক্ষেপ করতে বাধ্য হয় তারা!”

তবে কেন্দ্রের তথ্য ও সম্প্রচার দফতরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার আগেই এই মেসেজ হোয়াটসঅ্যাপের মাধ্যমে সকলের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল । হয়ত যান্ত্রিক ত্রুটির কারণে কয়েকজনের কাছে বার্তা পৌঁছতে দেরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights