
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে মৃত্যু হল সাত জন অগ্নিদগ্ধ নির্মান শ্রমিকের মধ্যে তিনজনের। হাসপাতাল সূত্রে জানা যায়, মৃতদের নাম জাহেদ আলি (৩৫), তাজিবুল শেখ(৩৫), জিয়াবুর শেখ (৪০)। শুক্রবার সকাল সাতটা নাগাদ জাহেদের মৃত্যু হয়। তাঁর বাড়ি হরিহরপাড়ার খিদির পুর এলাকায়। সকাল সাড়ে দশটা নাগাদ মৃত্যু হয়েছে তাজিবুল ও জিয়াবুলের। বাকি চারজন এখনও লড়াই চালাচ্ছেন। যদিও তাঁদের অবস্থাও সংকটজনক। চলতি সপ্তাহের সোমবার রাত দেড়টা থেকে দুটোর মধ্যে ঘরেই অগ্নিদগ্ধ হন জাহিদ সহ মুর্শিদাবাদের আরও ছয় জন শ্রমিক। আগুনে পুড়ে শরীরের ৭৬ শতাংশ পুড়ে গিয়েছিল জাহেদের। ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল তাজিবুলের। জিয়াবুলের শরীরের ৭২ শতাংশ পুড়ে গিয়েছিল।
পড়ুন নিচের লিঙ্কে ক্লিক করেঃ বেঙ্গালুরুতে অগ্নিদগ্ধ মুর্শিদাবাদের সাত শ্রমিক
চলতি সপ্তাহের সোমবার রাত দেড়টা থেকে দুটোর মধ্যে ঘরেই অগ্নি দগ্ধ হন মিনারুল সেখ, জিয়াবুর সেখ, তাজিবুল সেখ, হাসান মল্লিক, নুর জামাল সেখ, সফিজুল সেখ ও জাহিদুল আলি।
ঘটনার দিন থেকেই তাঁদের পাশে আছেন সিটু অনুমোদিত পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক সংগঠনের নেতারা। বেঙ্গালুরুর সিটু নেতৃত্বের সঙ্গে হাসপাতালে আহত শ্রমিকদের চিকিৎসার ব্যাপারে নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ও মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য আবদুর জাব্বার ও সংগঠনের নেতা সুমন দাস মহাপাত্র। বৃহস্পতিবারেও সিটু নেতৃত্ব হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতাল সুপার সহ চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন তাঁরা। মৃত্যু দূর্ভাগ্যের জানিয়ে সংগঠনের নেতা সুমন মহাপাত্র এদিন বলেন-“ চিকিৎসকদের সঙ্গে কাল দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। তাঁরাও বলেন আপ্রাণ চেষ্টা করবেন। যদিও চিকিৎসকরা বলেছিলেন তাঁরা সংকটজনক অবস্থায় রয়েছেন।”