বেহাত ওয়াকফ সম্পত্তি ফেরাতে ভাবনা তৃণমূলের

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে তৃণমূল। মূল সংগঠন ছাড়াও শাখা সংগঠনের মাধ্যমে সেই বিলের বিরোধীতায় জোর দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। সদ্য গঠিত পুর্ণাঙ্গ মুর্শিদাবাদ জেলা কমিটিকে নিয়ে ব্লকে ব্লকে কর্মীসভার আয়োজন করছে তৃণমূলের সংখ্যালঘু সেল। সেখানেও মুখ্য আলোচনাই হয়ে উঠছে ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে নিজেদের সংঘবদ্ধ রাখা।

জিয়াগঞ্জ-আজিমগঞ্জ ব্লকে জেলা সংখ্যালঘু সেলের উদ্যোগে তেমনই একটি কর্মীসভা হয়ে গেল মঙ্গলবার। দলের বেঁধে দেওয়া সূচি ঠিক রেখে ওইদিন কেন্দ্রের ওয়াকফ বিল প্রত্যাহারের দাবি জোরাল হয় সভায়। তৃণমূল নেতাদের দাবি, কেন্দ্রের বিজেপি সরকার সংবিধান বিরোধী শুধু নয় উদ্দেশ্য প্রণোদিত ভাবে ওয়াকফ বিল প্রস্তাব করেছে। তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ করতে চায় এই বিল প্রস্তাবের মধ্য দিয়ে।

জেলায় ব্লকে ব্লকে ওয়াকফ সম্পত্তি হস্তান্তরের অভিযোগ ওঠে নিরন্তর। বেআইনিভাবে তা দখল হয়ে যায়। সেক্ষেত্রে শাসকদলের নেতাদের পরোক্ষে ইন্ধন থাকে বলে দলের মধ্যেই অভিযোগ উঠেছে একাধিকবার।

মানুষের সমর্থন ছাড়া ওয়াকফ বিল আইনে পরিণত করতে পারবে না বিজেপি। আর সেই কথা জানাতেই সংখ্যালঘু সেলের উদ্যোগে এদিনের কর্মীসভার আয়োজন বলে জানান সেলের জেলা সভাপতি আবুল কাউসার। লালবাগ সেমিনার হলে অনুষ্ঠিত সেই কর্মীসভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক শাওনী সিংহ রায়, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ফতেমা বিবি , জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আসিফ আহমেদ সহ জেলা ও ব্লক মাইনরিটি তৃণমূল কংগ্রেসের অসংখ্য নেতৃবৃন্দ ।

তবে জেলায় ব্লকে ব্লকে ওয়াকফ সম্পত্তি হস্তান্তরের অভিযোগ ওঠে নিরন্তর। বেআইনিভাবে তা দখল হয়ে যায়। সেক্ষেত্রে শাসকদলের নেতাদের পরোক্ষে ইন্ধন থাকে বলে দলের মধ্যেই অভিযোগ উঠেছে একাধিকবার। সেই সম্পত্তি রক্ষার্থে ওয়াকফ বোর্ডের তেমন কোনও কঠোর পদক্ষেপ নিতেও দেখেননি সাধারণ মানুষ। কাউসার অবশ্য বলেন, বোর্ডের সভাপতি খলিলুর রহমানকে জানানো হয়েছে বিষয়টি। তাছাড়া ওয়াকফ বোর্ডের সদস্য তথা তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি মোশারফ হোসেনকেও বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। দখলিকৃত সেই সম্পত্তি ফিরিয়ে মানুষের কাজে তা কীভাবে ব্যবহার করা যায় সেই বিষয়ে লিখিতভাবেও তাঁদের জানানো হয়েছে বলে জানান কাউসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights