সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচন কমিশনের কাছে ভরতপুরের একাধিক বুথে পুননির্বাচনের আর্জি জানাল জাতীয় কংগ্রেস। মুর্শিদাবাদের বহরমপুরে ১৩ মে ছিল লোকসভা নির্বাচন। ওইদিন সর্বত্র নিরাপদে নির্বাচন হলেও বড়ঞা ও সালারে কিছু বুথ উত্তেজিত ছিল। কংগ্রেসের অভিযোগ, ওই বুথ গুলোতে ভুয়ো ভোট হয়েছে।
ভরতপুর বিধানসভার অন্তর্গত কুলুরি, কাজিপাড়া, শেখপাড়া, দোহাপাড়া বুথে পুনরায় নির্বাচনের দাবি তোলা হয়েছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকেও এই দাবি করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
তবে কংগ্রেসের এই দাবিকে গুরুত্ব দেননি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বলেন, “হেরে যাবেন নিশ্চিত জেনে নাটক করছেন অধীর। কোথাও কোনও অশান্তি হয়নি।”
এদিকে ফের একবার ভাইরাল হল অধীরের বিরুদ্ধে ‘ভুয়ো’ সংবাদ। রাজ্যের এক দৈনিক পত্রিকার মাস্টহেড ব্যবহার করে অধীর ও বিজেপি’র আঁতাতের একটি ‘ফ্রেবিকেটেড’ খবর ভাইরাল হয় সংবাদমাধ্যমে। যা পরে ওই সংবাদমাধ্যম বিজ্ঞপ্তি জারি করে ভুয়ো বলে জানিয়ে দেন ও তদন্তের জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়।