সংবাদ প্রতিনিধি, মুর্শিদাবাদঃ দু’দিন হয়ে গেল বীরভূমের ভোট। গণনা হতে এখনও ঢের দিন বাকি।তারমধ্যেই বীরভূমবাসীর জন্য বড়সড় ঘোষণা করলেন বহরমপুরের সাংসদ। মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী বলেন “আগামী দিনে মিল্টন রসিদ বীরভূমের আগামী দিনের সাংসদ।”
প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোজ চক্রবর্তীকে পাশে বসিয়ে তিনি এটাও দাবি করেন, “তৃণমূল ও বিজেপি’র মধ্যে একটি বিকল্প দল বাম-কংগ্রেসকে মানুষ পেয়ে গিয়েছেন। অবাক হওয়ার মতো আরও অনেক কিছু দেখতে পাবেন মানুষজন।” তৃণমূলের প্রতি মানুষের মোহভঙ্গ হয়েছে বলেও দাবি করেন অধীর। দিন দুয়েক আগে সিপিএম তাঁর ভোট সঙ্গী হওয়ায় তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেছিলেন।
একইসঙ্গে এদিন তিনি দাবি করেন তৃণমূলের নেতারা কংগ্রেসে ফিরবার জন্য লাইন দিয়ে আছে বলেও তিনি এদিন জানিয়েছেন। তিনি বলেন, “তৃণমূল এবার ধরাশায়ী হয়ে যাবে। এখনও পর্যন্ত তৃণমূল এই নির্বাচনে বাঁচার রাস্তা পায় নি।” একইসঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “ভোটের পরে রাজ্য থেকে কেন্দ্রীয় বাহিনী চলে যাবে। তারপর রাজ্যে সন্ত্রাস শুরু করবে তৃণমূল।”
প্রসঙ্গত বীরভূম কংগ্রেসের জেলা সভাপতি মিল্টন রসিদ। তাঁর নাম বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার পর দলের একাংশ নেতার বিরোধীতার মুখে পড়েছিলেন তিনি। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে জেলার সাত নেতাকে বহিস্কার করেছিল কংগ্রেস।