সংবাদ প্রতিনিধি, কলকাতাঃ পঞ্চম দফায় রাজ্যের সাত লোকসভায় নির্বাচন হচ্ছে আজ সোমবার।নির্বাচন কমিশন জানিয়েছে, দুপুর ১টা পর্যন্ত সবচেয়ে কম ভোট পড়েছে বারাকপুরে। সেখানে ভোট পড়েছে ৪২.৪৭ শতাংশ। ওই লোকসভা কেন্দ্রের জগদ্বল বিধানসভায় সকাল থেকে ভোট দানের হার কম। দুপুর একটা পর্যন্ত সেখানে ৩৮.৭৬ শতাংশ ভোট পড়েছে।
আরও পড়ুনঃ মল্লিকার্জুন খড়গের মন্তব্যে ক্ষুব্ধ বাংলার কংগ্রেস কর্মীরা
সবথেকে বেশি ভোট পড়েছে আরামবাগে। সেখানে ভোট পড়েছে ৫৫.৩৭ শতাংশ। দুপুর একটা পর্যন্ত ওই বিধানসভায় চন্দ্রকোণা বিধানসভায় সবচেয়ে বেশি ভোট পড়েছে ৬০.৭০ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে হরিপাল বিধানসভায়। ভোট শতাংশের হার ৪৬.২৪ শতাংশ।
এছাড়া বনগাঁয় ৪৪.১৫ শতাংশ, হুগলিতে ৫০.৫০ শতাংশ, হাওড়ায় ৪৪.৭১ শতাংশ, শ্রীরামপুরে ৪৭.৭৫ শতাংশ ও উলুবেড়িয়ায় দুপুর একটা পর্যন্ত ভোট পড়েছে ৫২.৭৯ শতাংশ