সংবাদ প্রতিনিধি, মুর্শিদাবাদঃ “বিপুল যে সমুদ্র তারও জোয়ার-ভাটা আসে অহোরাত্রি। এই জোয়ার-ভাটা সমুদ্রেই খেলে আর তার কাছাকাছি নদীতে। বাঁধ-বাঁধা ডোবায়, পুকুরে জোয়ার-ভাটা খেলে না। মানুষের মন সমুদ্রের চেয়েও বিপুলতর। খেলবে না তাতে জোয়ার-ভাটা? যদি না খেলে তবে তা মানুষের মন নয়।” লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। এই অনুভুতি যাঁর ছিল তিনি যে আপাদমস্তক একজন প্রেমিক মানুষ তা নিয়ে সন্দেহের অবকাশ থাকে কি?
নজরুলের জীবনেও বারবার প্রেম এসেছে। “কয়েকজন মহীয়সী নারীর সঙ্গে গড়ে তুলেন হৃদয়ের গভীর সম্পর্ক।” ফজিলতুন্নেসা, ফজিলতুন্নেসা জোহা তেমনই একজন মহীয়সী নারী। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী। ঢাকা ইডেন কলেজের দৌলতে পূব বাংলার প্রথম মহিলা অধ্যক্ষও ছিলেন তিনি। এই ফজিলতুন্নেসার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বোহেমিয়ান নজরুলের। ঢাকায় মুসলিম সাহিত্য সম্মেলনে নজরুলের সঙ্গে ফজিলতুন্নেসার পরিচয় হয়। যা পরে মন দেওয়া নেওয়ায় গড়িয়েছিল। আর সেই সম্পর্কের চড়াই-উতরাই নিয়েই মইনুল হাসানের নতুন বই “একটি মিষ্টি প্রেমের গল্প কাজী নজরুল ইসলাম ও ফজিলতুন্নেসা”।
আরও পড়ুনঃ মল্লিকার্জুন খড়গের মন্তব্যে ক্ষুব্ধ বাংলার কংগ্রেস কর্মীরা
শনিবার বহরমপুর ইন্দ্রপ্রস্থ এলাকার একটি অনুষ্ঠান বাড়িতে এই বইয়ের মলাট উন্মোচন করেন অধ্যাপক শক্তিনাথ ঝা। উপস্থিত ছিলেন অধ্যাপক মৃণালকান্তি চক্রবর্তী, অধ্যাপক শামসুজ্জামান আহমেদ। বই প্রকাশ উপলক্ষে কবিদের কবিতা পাঠেরও আয়োজন করা হয়েছিল। হাসি খাতুন, অভিজিৎ রায়, অনুপম ভট্টাচার্য, দেবাশিস সাহাদের মত অভিজ্ঞদের সঙ্গে কবিতা পাঠ করেন নবীন কবিও। কপিল বন্দ্যোপাধ্যায় আয়োজিত সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুমনা সেনগুপ্ত।