গণ ইস্তফার পরিকল্পনা চিকিৎসকদের

Social Share

সংবাদ প্রতিনিধি, মুর্শিদাবাদঃ দেশের শীর্ষ আদালত কার্যত হুমকির সুরে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ আন্দোলনরত চিকিৎসকদের মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগদানের কথা বলেছেন। পাশাপাশি চিকিৎসকদের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার জন্য সরকারকেও নির্দেশ দিয়েছেন বিচারপতি। কিন্তু চিকিৎসকরা কাজে না ফিরলে রাজ্য সরকার যদি আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় তাহলে দেশের শীর্ষ আদালত তাতে হস্তক্ষেপ করবে না বলেও জানিয়েছেন প্রধান বিচারপতি। আর সেই কথায় কার্যত আন্দোলনরত চিকিৎসকদের ‘বুকে লাগে’ বলে দাবি এক জুনিয়র চিকিৎসকের। তার জেরে কাল কী সিদ্ধান্ত হবে তা নিয়ে কার্যত দোলচলে ভুগতে থাকে চিকিৎসক সমাজ।

এর আগে সরকার এমনকি শীর্ষ আদালত কাজে ফেরার অনুরোধ করলেও জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করেননি। তবে একটু রাতের দিকে তাঁরা নিজেদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। আগামীকাল মঙ্গলবার তাঁরা স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়েছেন। করুণাময়ী থেকে স্বাস্থ্যভবন পর্যন্ত পাঁচ দফা দাবিতে পথে নামবেন জুনিয়র চিকিৎসকরা। তারমধ্যে অন্যতম রাজ্যের স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার ইস্তফার দাবি। তিন পাতার একটি প্রেস বিবৃতি দিয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে পরিস্কার জানিয়ে দেওয়া হয়, যদি কাল পাঁচটার মধ্যে সরকার তাঁদের দাবি দাওয়া মেনে নেয় তাহলে তাঁরা কাজে যোগদান করবেন। নচেৎ পরিবর্তীত পরিস্থিতির জন্য সরকার দায়ি থাকবে। (In that case, we will hold the government responsible for the situation arising across the state.)

এরমধ্যেই বহরমপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনীদের একটি কর্মসূচিতে এসে চিকিৎসক দীপায়ন তরফদার বলেন, ” জুনিয়র চিকিৎসকরা চাইছেন আপনারা (উপস্থিত দর্শক শুধু নয় রাজ্যের সমস্ত স্তরের আন্দোলনরত নাগরিক সমাজ) তাঁদের সঙ্গে থাকলে তাঁরা গণইস্তফা দেবে। এই ভাবনাচিন্তা চলছে।” ডাঃ তরফদার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্য। ওই কর্মসূচিতে উপস্থিত আইএমএ-র আর এক সদস্য চিকিৎসক চম্পক দাস বলেন, ” রাজ্যের চিকিৎসকরা গণ ইস্তফা দিলে ১৭ তারিখ যেদিন সুপ্রীম কোর্টে পরবর্তী শুনানি রয়েছে সেদিন সারা ভারতের চিকিৎসকরা ইস্তফা দেবেন।” উপস্থিত নাগরিক সমাজ করতালি দিয়ে দুই চিকিৎসকের পরিকল্পনায় সম্মতি জানান।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসায় গাফিলতি থেকে দুর্নীতির অভিযোগ সিবিআইয়ের কাছেও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights