
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ বহরমপুরে এক বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল শহরে। মৃত ওই নেতার নাম অসীম সরকার (৫০)। গত পৌর নির্বাচনে বিজেপি’র প্রার্থীও হয়েছিলেন তিনি। যদিও জিততে পারেননি তিনি। দল ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার অসীম কীটনাশক খেয়ে গোরাবাজারে নিজের বাড়িতেই আত্মহত্যার চেষ্টা করেন।
গুরুতর আহত অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে আজ শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। তবে কেন ওই নেতা আত্মহত্যা করলেন তা নিয়ে ধন্দে বিজেপির জেলা নেতারা। বহরমপুর সাংগঠনিক জেলা সহ-সম্পাদক লাল্টু দাস জানিয়েছেন, উনি আমাদের দলের সক্রিয় নেতা ছিলেন। কিন্তু কেন তিনি এই ধরনের সিদ্ধান্ত নিলেন তা নিয়ে আমরা ধন্দে রয়েছি।পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।