MGNREGA-র নোডাল অফিসার সহ ২৫ জন আমলার বদলি মুর্শিদাবাদে

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ একশো দিনের কাজের মামলায় সোমবার সুপ্রিম কোর্ট রাজ্যকে স্বস্তি দিয়েছে। সেদিনই নবান্ন মুর্শিদাবাদের MGNREGA-র “বিতর্কিত” নোডাল অফিসারকে বদলির নির্দেশ পাঠিয়েছে জেলায়। সোমবার কেন্দ্রের আবেদন খারিজ করে হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছে। সেই অনুযায়ী নির্বাচনের আগে প্রায় চার বছর পরে রাজ্যে ফের শুরু হবে একশো দিনের কাজ। কেন্দ্রকে দিতে হবে বকেয়া টাকাও। কেন্দ্রের দাবি ছিল একশো দিনের কাজের প্রকল্পে বেলাগাম দুর্নীতি হয়েছে বাংলায়। শীর্ষ আদালতেও কেন্দ্র জানিয়েছিল মোট ৫ কোটি ৩৭ লক্ষ টাকা বণ্টনের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে।

.তার জন্য রাজ্যে ইডি দিয়ে তল্লাশিও চালিয়েছিল কেন্দ্র। বাদ ছিলেন না সরকারি আমলারাও। ২০২৪ এর ৬ ফেব্রুয়ারী মুর্শিদাবাদ জেলায় দুই সরকারি কর্মীর বাড়িতে হানা দিয়েছিলেন ইডির ২২ জন আধিকারিক। তারমধ্যে ছিলেন MGNREGA-র বর্তমান নোডাল অফিসার সঞ্চয়ন পান। তাঁর মধুপুরের ভাড়া বাড়ি ও সল্টলেকের ফ্ল্যাটে একযোগে তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকরা। সোমবার রাজ্য জুড়ে এক গুচ্ছ আমলা রদবদলের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। সেই নির্দেশ পাঠানো হয়েছে জেলায়, জেলায়। মুর্শিদাবাদের তালিকায় আছে ওই আমলার নামও। তাঁকে বনগাঁ মহকুমায় পাঠানো হচ্ছে।

তাছাড়াও এখনও পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় কমবেশি ২৪ জন আমলার নাম রয়েছে রদবদলের তালিকায়। জেলা সংখ্যালঘু আধিকারিক রেণুকা খাতুনকেও বদলির নির্দেশ পাঠানো হয়েছে। এই ডেপুটি ম্যাজিস্ট্রেটকে দক্ষিণ ২৪ পরগণায় পাঠাচ্ছে নবান্ন। বদলির তালিকায় আছেন মুর্শিদাবাদের জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক রাজর্ষি নাথ। জেলার তিন এসডিও সহ রদবদলের তালিকায় আছেন একাধিক বিডিও ও জেলায় কর্মরত আরও বেশ কয়েকজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। জেলায় গুরুত্বপূর্ণ পদে শিলিগুড়ি থেকে বদলি হয়ে আসছেন জেলায় কর্মরত এক আমলার স্ত্রীও। আগামীকাল থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী শুরু হবে রাজ্যে। তারমধ্যেই একাধিক জেলার জেলাশাসক সহ একগুচ্ছ আমলা রদবদল করল নবান্ন। তালিকায় আছে মুর্শিদাবাদও। মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্রকে হিডকোর ম্যানেজিং ডিরেক্টর করে পাঠানো হচ্ছে। চলতি মাসের ৩১ তারিখের মধ্যেই সকলে নতুন দায়িত্বভার তুলে নেবেন। সূত্রের দাবি তারমধ্যে আরও কিছু আমলার বদলি হতে পারে মুর্শিদাবাদ ও অন্যত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights