
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ জেলা পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা দিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সহকারি সভাধিপতি তৃণমূলের শাহনাজ বেগম। গতকাল তিনি ইস্তফাপত্র পাঠিয়েছেন ডিভিশনাল কমিশনারকে। জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ জেলা পরিষদের বর্ষীয়ান সদস্য তাঁর ইস্তফাপত্র পাঠিয়েছেন মুর্শিদাবাদের জেলাশাসককেও। তাঁর ফেসবুক পেজে ইস্তফা দেওয়ার কথা ঘোষণাও করেছেন নেত্রী।এর আগে কংগ্রেস ভেঙে জেলা পরিষদ দখল করেছিল তৃণমূল। তাঁর হোতা ছিলেন শাহনাজ বেগম। দীর্ঘদিন ধরেই জেলা পরিষদের কাজকর্ম নিয়ে অসন্তুষ্ট ছিলেন তিনি। এদিনও জেলাপরিষদকে চোরের জেলা পরিষদ বলেও উল্লেখ করেছেন তিনি। এদিন তাঁর ইস্তফা ছাব্বিশের নির্বাচনের আগে মুর্শিদাবাদের রাজনীতিতে বড় বাঁক বলে মনে রাজনৈতিক মহল।