Adhir-এর বিরুদ্ধে বহরমপুরের চিকিৎসক

Social Share

বিদ্যুৎ মৈত্র, বহরমপুরঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্য ছাড়তেই বাংলার ৪২টি আসনের মধ্যে ২০টি আসনের প্রার্থিপদ ঘোষণা করল বিজেপি। তারমধ্যে মুর্শিদাবাদের দুটি আসন আছে। চলতি লোকসভা নির্বাচনে সারা দেশের নজর বহরমপুর লোকসভা কেন্দ্রের দিকে। এই আসনে ১৯৯৯ সাল থেকে টানা জিতে আসছেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। ২০২৪ সালেও তাঁর প্রার্থী হওয়া নিশ্চিত এই আসনে। তাঁর বিপক্ষে প্রার্থী হিসেবে বিজেপি বেছে নিয়েছে মুর্শিদাবাদের জনপ্রিয় শল্য চিকিৎসক ভূমিপুত্র নির্মল সাহাকে। বহিরাগত প্রার্থী যাতে না দেওয়া হয় তা নিয়ে প্রথম থেকেই সরব ছিল জেলা বিজেপি। সেই দাবিকে মান্যতা দিতেই চিকিৎসককে বেছে নেওয়া হয়েছে বলে দাবি বিজেপি সূত্রে। অন্যদিকে মুর্শিদাবাদ লোকসভা আসনে বিজেপি’র প্রার্থী হয়েছেন ওই বিধানসভার বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। এই আসন একসময় সিপিএমের দখলে থাকলেও শেষ লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী আবু তাহের খান জিতেছিলেন।

তবে মুর্শিদাবাদ আসনের প্রার্থী নিয়ে জনমানসে তেমন আলোড়ন না পড়লেও নির্মল সাহার নাম প্রার্থী হিসেবে ঘোষণা হওয়া ইস্তক আলোড়ন পড়ে যায় বহরমপুরে। একইসঙ্গে নির্বাচনে তাঁর হারা জেতা নিয়েও একাধিক জায়গায় বসে গোল টেবিলও। কেউ দাবি করেন অধীর চৌধুরীর জেতা সহজ হল। কেউ বলেন কঠিন লড়াই।

অবসরপ্রাপ্ত এই সরকারি চিকিৎসকের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ না থাকলেও ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে তাঁর পরোক্ষ ওঠাবসা। বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার সম্পাদক মলয় মহাজন বলেন, ” একদিকে জনপ্রিয় চিকিৎসক, অন্যদিকে দলের নীতি এই দুই যোগে বিজেপি বহরমপুরে জেতার ব্যাপারে আশাবাদী। এতদিনে অধীর চৌধুরী একজন কঠিন প্রতিপক্ষের মুখোমুখি।”

কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, ” গণতান্ত্রিক দেশে সংবিধান অনুযায়ী সব রাজনৈতিক দল থেকেই কেউ না কেউ প্রার্থী হতে পারেন অধীর চৌধুরীর বিপক্ষে। তা নিয়ে আমাদের কিছু বলার নেই।” কঠিন প্রতিপক্ষের প্রত্যুত্তরে জয়ন্ত খোঁচা দিয়ে বলেন, ” প্রার্থী পদ পেতে গত মাস ছয়েক ধরে নাগাড়ে যারা অধীর চৌধুরীর বিরুদ্ধে বিষোদগার করছিলেন প্রার্থী হতে না পেরে তাদের ব্যথা শুরু হয়েছে। সেই ব্যথায় প্রলেপ দিতেই বিজেপি চিকিৎসককে প্রার্থী করেছে।”

প্রার্থী নির্মল অবশ্য বিষয়টিকে ব্যক্তির জয় পরাজয় হিসেবে দেখছেন না। তাঁর দাবি, ” এটা স্থানীয় কোনও নির্বাচন নয়। দেশের স্বার্থে মানুষ ঠিক করবেন কাকে জেতালে দেশের উন্নতি হবে। এই লড়াইটা অধীর চৌধুরী বনাম নির্মল সাহা নয়। লড়াইটা আরও বড় নরেন্দ্র মোদি বনাম ইন্ডিয়া জোটের। মানুষ ঠিক করবেন কাকে জেতানো দরকার। তিনিই জিতবেন।”

বছর দুয়েক আগে এই মার্চ মাসে পনের জনের একটি বিশেষ কমিটি তৈরি করেছিল তৎকালীন বিজেপি দক্ষিণ মুর্শিদাবাদ জেলা কমিটি। সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওই ১৫ জন ব্যক্তি বিজেপির হয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ও দলের প্রচার করবার কথা ছিল। সেই কমিটিতে নাম ছিল নির্মল সাহারও। যা নিয়ে শোরগোল পড়ে যায় শহরে। তালিকায় নাম থাকায় তীব্র আপত্তি জানিয়েছিলেন সেই সময় সরকারি হাসপাতালে কর্মরত এই চিকিৎসক। তাঁর আপত্তিতে শেষ পর্যন্ত তার নাম কমিটি থেকে বাদ দেওয়া হয়েছিল। তাঁকে সেই সময় তৃণমূলের নব নির্বাচিত পুর কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানেও দেখা গিয়েছিল।

এদিন অবশ্য নির্মল বলেন তাঁর সঙ্গে কথা বলেই বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম ঠিক করেছে। সঙ্গে যোগ করেন, “এতদিনে রাজনৈতিক জীবন শুরু হল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights