সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ অবশেষে জামিন পাচ্ছেন নিউজক্লিকের এইচআর হেড অমিত চক্রবর্তী। সোমবার দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বরণকান্ত শর্মা এই নির্দেশ দিয়েছে। নিউজক্লিক ওয়েব পোর্টালটি চিন-পন্থী ও তার জন্য অর্থ গ্রহণ করেছে।
এই অভিযোগে ইউএপিএ ধারায় মামলা হয়। সেই মামলায় নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ ও চক্রবর্তীকে গত বছরের অক্টোবরের তিন তারিখ বিভিন্ন স্থানে তল্লাশি চালানোর পর গ্রেফতার করা হয়।
পুলিশ আধিকারিকদের মতে, মোট 46 জন সন্দেহভাজন – 37 জন পুরুষ এবং 9 জন মহিলা -কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদের ইলেকট্রনিক ডিভাইসগুলি UAPA এর অধীনে বাজেয়াপ্ত করা হয়েছে। প্রবীর অবশ্য এখনও বিচারবিভাগীয় হেফাজতে আছেন।