জামিন পাচ্ছেন নিউজ ক্লিকের অমিত

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ অবশেষে জামিন পাচ্ছেন নিউজক্লিকের এইচআর হেড অমিত চক্রবর্তী। সোমবার দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বরণকান্ত শর্মা এই নির্দেশ দিয়েছে। নিউজক্লিক ওয়েব পোর্টালটি চিন-পন্থী ও তার জন্য অর্থ গ্রহণ করেছে।

এই অভিযোগে ইউএপিএ ধারায় মামলা হয়। সেই মামলায় নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ ও চক্রবর্তীকে গত বছরের অক্টোবরের তিন তারিখ বিভিন্ন স্থানে তল্লাশি চালানোর পর গ্রেফতার করা হয়।

পুলিশ আধিকারিকদের মতে, মোট 46 জন সন্দেহভাজন – 37 জন পুরুষ এবং 9 জন মহিলা -কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদের ইলেকট্রনিক ডিভাইসগুলি UAPA এর অধীনে বাজেয়াপ্ত করা হয়েছে। প্রবীর অবশ্য এখনও বিচারবিভাগীয় হেফাজতে আছেন।

আরও পড়ুনঃকাল কত বুথে কত ভোটার মুর্শিদাবাদ ও জঙ্গীপুরে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights