অধীরকেই গুরুত্ব দিলেন ববি

Social Share

সংবাদ প্রতিনিধি, মুর্শিদাবাদঃ তিনি রাজ্যের পুর ও নগরন্নোয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ওরফে ববি। শেষ বেলায় মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের ভোট প্রচার শেষ করে রবিবার রাতে বহরমপুর মোহন মোড়ে সভা করেন তিনি। বলাই বাহুল্য উপস্থিত বহরমপুরবাসীর কাছে দলের প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে ভোট ভিক্ষা করেন।

সেই একই কারণে সোমবার তিনি ভরতপুর এক ও সালারে নির্বাচনী সভা করেন। ভরতপুরে তাঁর বক্তব্যের শুরুতেই অধীরকে খোঁচা দিয়ে বলেন, ” এখন রাগছে নরেন্দ্র মোদি আর একজন।” নাম না করলেও তিনি যে অধীর চৌধুরীকেই কটাক্ষ করেছেন তা পরক্ষণেই ঠিক হয়ে যায়। এরপর বহরমপুরের মতো ভরতপুর পরে সালারে গিয়েও বলেন ” একসময় অধীর চৌধুরী সত্যিই লড়াই করেছেন। সিপিএমের বিরুদ্ধে লড়াই করে নেতা হয়েছেন।” যদিও পরে সেই অধীরের চরিত্র বদলে তিনি সবার অধীর থেকে ব্যক্তি অধীরে পরিণত হয়েছেন বলেও সভায় সভায় দাবি করেন ফিরহাদ। যা নিয়ে তাঁর দলেরই সমর্থকরা তাঁর বক্তব্যের সমালোচনা করছেন।

আরও পড়ুনঃ কাল কত বুথে কত ভোটার মুর্শিদাবাদ ও জঙ্গীপুরে?

শুধু তাই নয় ভরতপুরের সভায় হাজির ছিলেন আবু বক্কর। সভায় ববির বক্তব্য নিয়ে বলতে গিয়ে তিনি বললেন, “ববি দা’র বক্তব্যে ঘুরে ফিরে তিনটি নাম আসে। এক মমতা বন্দ্যোপাধ্যায়, দুই অধীর চৌধুরী আর তিন নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী, মমতা মুখ্যমন্ত্রী আর অধীর একজন সাংসদ। সেই অধীরের নাম নেওয়া মানে তাঁকে ঘুরিয়ে বেশি গুরুত্ব দেওয়া নয় কি? যদি তা না হতো তাহলে তাঁর নামই তো মুখে আনতেন না পুরমন্ত্রী।”

সালারের সিপিএম সমর্থক তজিমুল শেখ। তিনি বললেন, ” সিপিএম কংগ্রেস এক হয়ে লোকসভা নির্বাচনে নেমেছে। আন্তরিকভাবেই আমরা দলের সবসময়ের কর্মী না হয়েও চাইছি এই নির্বাচনে বাম-কংগ্রেস জোট জিতুক। কবে কে সিপিএমের হাতে খুন হয়েছে কে কংগ্রেসের হাতে খুন হয়েছে তার থেকেও এখন দেশ বাঁচাতে হবে। আর সে খবর ফিরহাদ সাহেবের কাছে আছে তাই উনি আক্রমণ করছেন জোটকে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights