সংবাদ প্রতিনিধি, কলকাতাঃ গার্ডেনরিচ কাণ্ডে এবার গ্রেফতার করা হল জমির মালিককে। প্রোমোটারদের আগেই গ্রেফতার করা হয়েছিল। এবার যে জমির উপর বেআইনি বহুতলটি তৈরি হচ্ছিল পুলিশের গ্রেফতার করল সেই জমির মালিক সরফরাজ মালিককে। মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আগামিকাল তাঁকে তোলা হবে আদালতে।
এদিকে গার্ডেনরিচ কান্ডে ধ্বংসস্তুপ থেকে আরও একজনের দেহ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০। হাসপাতালে এখনও ভর্তি ১৩ জন। দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই প্রোমোটার মহম্মদ ওয়াসিমকে গ্রেপ্তার করেছিল পুলিশ। জেরায় সে স্বীকার করে নেয়, পুরসভার অনুমতি ছাড়াই বহুতলটি তৈরি হচ্ছিল। তবে আদালতে যাওয়ার পথে ইঞ্জিনিয়ারের দিকেও আঙুল তোলে সে।
এই ঘটনার জেরে মঙ্গলবার কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগে রদবদল ঘটান মেয়র। এই রদবদলে বিল্ডিং বিভাগের মোট চার জনকে বদলি করে অন্য বিভাগ থেকে বিল্ডিং বিভাগে আনা হয়েছে নতুন চার জনকে।
সোমবার ঘটনার দিন বিল্ডিং বিভাগের ডিজির সঙ্গে বৈঠক করে একগুচ্ছ সিদ্ধান্ত নেন কলকাতার মেয়র ফিরহাদ। ১৫ নম্বর বোরো এবং ১৩৪ নম্বর ওয়ার্ডের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ৪৮ ঘন্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়।
আর মঙ্গলবার এক জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও তিন জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে বিল্ডিং বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে অন্য বিভাগে পাঠানো হয়েছে।