বিদ্যুৎ মৈত্র, বহরমপুর: আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও জঙ্গিপুরে কংগ্রেস প্রার্থী হতে চলেছেন আব্দুস সাত্তারের নাতি মর্তুজা হোসেন ওরফে বকুল, কংগ্রেস সূত্রে খবর এমনটাই। মুর্শিদাবাদ জেলায় তিনটি আসন। বহরমপুর, জঙ্গিপুর আর মুর্শিদাবাদ। সূত্রের দাবি, বামেদের সঙ্গে আসন সমঝোতায় বহরমপুর ও জঙ্গিপুর আসন দুটিতে কংগ্রেস প্রার্থী দেবে। আর মুর্শিদাবাদে দেবে বামেরা। সেই হিসেবে বহরমপুরে অধীর চৌধুরী আর জঙ্গিপুরে মর্তুজা হোসেন হল বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। বুধবার রাজ্যের আরও দশটি আসনে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করবে কংগ্রেস।
প্রদেশ কংগ্রেস সূত্রে তাঁর নাম পাকা হতেই বকুলের অনুগামীরা তাঁর গলায় মালা পড়িয়ে ভোট যুদ্ধে স্বাগত জানান। এদিন বকুল বলেন, ” জেলা থেকে সন্ধ্যা সাতটা নাগাদ খবর দেওয়া হয় আমি প্রার্থী হচ্ছি।” ১৯৯১ সাল থেকে রাজনীতির আঙিনায় ঘোরাফেরা বকুল ১৯৯৮ সালে লালগোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান হন। ২০০৩ সালে নির্বাচনে জিতে জেলা পরিষদ সদস্য হন লালগোলা থেকে। এরপর ২০১৩ থেকে ২০১৮ কংগ্রেস জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ হন। লালগোলা যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবারই প্রথম সাংসদ ভোটে লড়াইতে নাম লেখালেন। তবে হাসানুজ্জামান প্রার্থী হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বকুলের নামেই সিলমোহর দেয় বিধানভবন। প্রাক্তন কংগ্রেস নেতা আব্দুস সাত্তারের ভাই সিরাজুল ইসলামের বড় ছেলে ফারুক হোসেনের মেজ ছেলে ভোট যুদ্ধে নাম লিখিয়ে দাদুর নাম বজায় রাখার শপথ নিলেন।
রাজ্যে বাম ও কংগ্রেস আসন সমঝোতা করেই যে নির্বাচনে লড়াই করবে তা একদিকে সিপিএমের রাজ্য সম্পাদক অন্যদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী আগেই জানিয়েছিলেন। কংগ্রেসের তালিকা প্রস্তুত। দার্জিলিং, রায়গঞ্জ, মালদা উত্তর ও দক্ষিণ, রানাঘাট, কলকাতা উত্তর, ঘাটাল, পুরুলিয়া, বর্ধমান, বীরভূমে লড়াই করবে কংগ্রেস। বামেদের ঘরের বিবাদ মিটলে বুধবার ঘোষণা হবে বাম-কংগ্রেস জোটের পূর্ণাঙ্গ তালিকা।