সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ অশ্লীলতার দায়ে পড়ল ১৮ টি ইন্টারনেট মিডিয়া। চলতি কথায় যা OTT বা Over the Top নামে পরিচিত। ANI সূত্রে জানা যায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে দেশের ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ ( তারমধ্যে অধিকাংশই গুগল প্লে স্টোরের আর অ্যাপল অ্যাপ স্টোরে তিনটি ) এবং OTT প্ল্যাটফর্মের ৫৭টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ব্লক করা হয়েছে।
সৃজনশীলতার আড়ালে ব্লক হওয়া OTTতে অশ্লীল ভিডিও দেখানো হত বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। বিবৃতিতে বলা হয়েছে, তথ্য প্রযুক্তি আইন, 2000 এর বিধানের অধীনে সরকারের অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ এবং মিডিয়া ও বিনোদন, নারী অধিকার এবং শিশু অধিকার বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। .