
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছিল। এখানেই কাজ খুঁজে বাড়ি ভাড়া নিয়ে মুর্শিদাবাদের জল হাওয়ায় দিব্যি দিন কাটাচ্ছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। রানিনগর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে শুক্রবার। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত মহম্মদ উজ্জ্বল আদতে কুষ্টিয়ার দৌলতপুরের বাসিন্দা। এদিন পুলিশের জেরায় সে অবশ্য ভারতীয় নাগরিকত্বের কোনও বৈধ নথি দেখাতে পারেনি তো বটেই জেরায় সে স্বীকারও করেছে তার বাড়ি বাংলাদেশেই। চোরাপথেই সে ভারতে ঢুকেছে। পুলিশ তাকে গ্রেফতার করেছে।
হাল আমলে বিশেষ করে বাংলাদেশে অস্থির পরিস্থিতি তৈরি হওয়া ইস্তক ভারতের সীমান্তরক্ষী বাহিনী কড়া নজরদারি চালাচ্ছে। সক্রিয় হয়েছে রাজ্য পুলিশও। বিভিন্ন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয় এলাকায় এলাকায়। কখনও ফাঁদ পেতেও পুলিশ বাংলাদেশি অনুপ্রবেশকারিকে পুলিশ গ্রেফতারও করছে। বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে মুর্শিদাবাদ জেলা হয়ে ভিন রাজ্যে নকল পরিচয় পত্র নিয়ে এদেশের পরিযায়ীদের ভিড়ে পা মিলিয়েছে বাংলাদেশি। কখনও এখানে এসে নকল ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে ভারতের বাসিন্দা হয়ে গিয়েছে। পুলিশ সতর্ক নজর এড়িয়ে এখনও সীমান্তবর্তী এলাকায় গা ঢাকা দিয়ে আছে অনেকেই। তাদের খুঁজে বের করতে সক্রিয় হচ্ছে পুলিশও।