সংবাদ প্রতিনিধি, বহরমপুরঃ ঝটিকা সফরে শনিবার বহরমপুরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোলে সভা শেষ করে তিনি বিকেল বহরমপুরে আসেন। আগামীকাল রবিবার মালদহে তাঁর জনসভা রয়েছে। সেখানে যাওয়ার আগে তিনি রাত কাটাবেন মুর্শিদাবাদে। ২৯ তারিখ দলীয় প্রার্থী আবু তাহের খানের ভোট প্রচারে তাঁর সভা রয়েছে মুর্শিদাবাদের ভগবানগোলায়। তারপর ইউসুফ পাঠানের ভোট প্রচার করতে কান্দি যাবেন।
বহরমপুর স্টেডিয়ামে শনিবার তাঁর উড়ান নামে। সেখানে তাঁর জন্য অপেক্ষা করছিলেন বহরমপুরের পুরপিতা নাড়ুগোপাল মুখোপাধ্যায়, হুমায়ুন কবীর, হাসানুজ্জামানরা। তাঁদের সঙ্গে দলীয় কর্মসূচি নিয়ে প্রাথমিক আলোচনা শেষ করে তিনি শিল্পতালুক সংলগ্ন একটি বেসরকারি হোটেলে চলে যান। ওই হোটেলের পাশের অন্য হোটেলেই আছেন বহরমপুর লোকসভায় তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠান।
আরও পড়ুনঃমীনাক্ষী রুখে দাঁড়াতেই পিছু হটল পুলিশ
এদিন গাড়ি করে স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে নাড়ুগোপাল তাঁকে বলেন “দিদি রোদ লাগছে।” সূত্রের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মুখে যত্নের কথা শুনে হেসে প্রত্যুত্তরে বলেন “কত রোদ লাগছে তার কী আর ঠিক আছে? সব সয়ে গিয়েছে।” হুমায়ুনকে দেখিয়ে বলেন, ” ইউসুফকে জিতিয়ে আনতে হবে। হুমায়ুনের পাশে থেকো।”