মীনাক্ষী রুখে দাঁড়াতেই পিছু হটল পুলিশ

Social Share

সংবাদদাতা, কলকাতাঃ যোগ্য শিক্ষকদের সম্মানের সঙ্গে চাকরিতে পুনর্বহাল ও দুর্নীতি গ্রস্তদের শাস্তির প্রতিবাদে করুণাময়ীতে বিক্ষোভ দেখায় বাম ছাত্র ও যুব সংগঠন। সেই প্রতিবাদ মিছিলে গিয়ে পুলিশের হেনস্থার মুখে পড়তে হল যুব সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়কে। মূহুর্তে গর্জে ওঠে ছাত্র-যুবরা। গর্জে ওঠেন মীনাক্ষীও। তারপরেই পিছু হটে পুলিশ।

রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে গিয়েছে আদালতের রায়ে। যোগ্যদের সম্মানের সঙ্গে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছে বাম ছাত্র ও যুব সংগঠন। সংগঠনের পক্ষ থেকে শনিবারের বিক্ষোভ মিছিল যাওয়ার কথা ছিল এসএসসি ভবনের সামনে। মিছিল শেষে কমিশনকে ডেপুটেশন জমা দেওয়ার কথা থাকলেও সেই বিক্ষোভ মিছিল সল্টলেক এসএসসি ভবনের সামনে পৌঁছতেই পুলিশি বাধার মুখে পড়ে।

দেখুনঃ বাম যুবদের বিক্ষোভ ( DYFI সূত্রে পাওয়া)

জানা যায়, বিক্ষোভকারীদের ঠেকাতে করুণাময়ীতে আচার্য সদনের সামনের অংশ ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছিল পুলিশ। কিন্তু বাম ছাত্র-যুবরা সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। এরপর দু-পক্ষের মধ্যে বচসার সৃষ্টি হয়। কিছু সময় পর পুলিশ ধড়পাকড় শুরু করে। জানা গেছে, এই ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

এই ঘটনায় অভিযোগকারীরা পুলিশের বিরুদ্ধে তাঁদের অন্যায়ভাবে বাধা দেওয়ার অভিযোগ তোলে। বিক্ষোভকারীদের গায়ে হাত তোলা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। আটকদের মুক্তির দাবিতে আচার্য সদনের সামনেই বিক্ষোভে বসেছেন বাকিরা। ধৃতদের মুক্তি না দেওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে বলেই জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুনঃ কমিশনের স্বীকৃতিও মেলেনি শিক্ষক-শিক্ষাকর্মীদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights