সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ জঙ্গি হানায় দুই সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে মণিপুরে। শনিবার মণিপুর পুলিশ জানায় মণিপুরের নারায়ণ সেনে এলাকায় কুকিদের হানায় নিহত হয়েছেন ওই দুই জওয়ান।
অথচ দেশের দ্বিতীয় দফার ভোটে সবচেয়ে বেশি ৭৫ শতাংশ ভোট মণিপুরে পড়েছে বলে শুক্রবার দিন শেষে ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। মণিপুরের মুখ্য নির্বাচনী আধিকারিক প্রদীপ কুমার ঝা সে কথা জানিয়ে বলেছিলেন ” বড় কোনও দুর্ঘটনা নির্বাচন চলাকালীন ঘটেনি।”
আরও পড়ুনঃকমিশনের স্বীকৃতিও মেলেনি শিক্ষক-শিক্ষাকর্মীদের
তারপরেই মধ্যরাতে জঙ্গীরা কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে আক্রমণ করে। রাত প্রায় আড়াইটে পর্যন্ত বাহিনী ও জঙ্গীদের মধ্যে লড়াই চলে। সেই লড়াইতেই দুই জওয়ানের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।