বন্ধ কৃষ্ণপুর স্বাস্থ্য কেন্দ্র বহরমপুরে চালু করল রেল

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ রেলকর্মী ও তার পরিবারের চিকিৎসার জন্য লালগোলা শিয়ালদহ শাখায় রানাঘাটের পরে একমাত্র স্বাস্থ্য কেন্দ্র ছিল কৃষ্ণপুরে। এই স্বাস্থ্য কেন্দ্রে মূলত প্রাথমিক চিকিৎসা পরিষেবা পেতেন রেলকর্মীরা। কিন্তু বহরমপুর কিংবা বেলডাঙা কিংবা রেজিনগরের কোনও রেলকর্মীর জরুরি চিকিৎসা পরিষেবার প্রয়োজন হলে ছুটতে হত সেই কৃষ্ণপুরে অথবা সরকারি স্থানীয় হাসপাতালে।

দীর্ঘদিন ধরে সেই অসুবিধার কথা রেলকতৃপক্ষকে জানিয়ে আসছিলেন রেলকর্মীরা। বছর পাঁচেক আগে কৃষ্ণপুরের স্বাস্থ্যকেন্দ্রকে বহরমপুরে সরিয়ে আনার উদ্যোগ নেওয়া শুরু হয়। অবশেষে ২০২৫ সালে ফেব্রুয়ারি মাসে সেই কাজ সম্পন্ন হল। বুধবার সেই স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন পূর্ব রেলের ডিআরএম দীপক নিগম। শিয়ালদহ স্টেশন সংলগ্ন বিআরসিং হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে টেলিফোনের মাধ্যমে পরামর্শ পাবেন বলে জানান ডিআরএম।

কৃষ্ণপুরের তুলনায় বহরে বড় এই স্বাস্থ্যকেন্দ্রে ভবিষ্যতে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী পাঠান হয় তা ব্যবস্থা করার জন্য রেলের মেডিক্যাল বোর্ডের শীর্ষ কর্তাদের অনুরোধ করেন ডিআরএম। এই স্বাস্থ্য কেন্দ্র বহরমপুরে চালু করার জন্য রেল কতৃপক্ষকে ধন্যবাদ জানিয়েও নির্দিষ্ট সময়ান্তর এখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে বিশেষ করে হৃদরোগ বিশেষজ্ঞদের এই স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর জন্যও ডিআরএমের কাছে অনুরোধ করেন রেলকর্মীরা।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে ডিআরএম ছাড়াও উপস্থিত ছিলেন রেলের মেডিক্যাল বোর্ডের শীর্ষ কর্তা সহ রেল আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights