সংবাদ প্রতিনিধি, বহরমপুরঃ বহরমপুরের তৃণমূল প্রার্থী Yusuf Pathan-এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে কংগ্রেস। তাঁদের অভিযোগ, তারকা ক্রিকেটার নিজের খেলোয়ার ইমেজকে কাজে লাগিয়ে নির্বাচনের প্রচার করছেন, যা MCC (Model Code of Conduct) বা আদর্শ আচরণ বিধি বিরোধী।
সম্প্রতি কান্দিতে ইউসুফ পাঠানের প্রচারে একটি হোর্ডিং দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। সেই ছবিতে ২০১১ ক্রিকেট বিশ্বকাপ জয়ের কয়েকটি মুহূর্ত তুলে ধরা হয়েছে। ওই ছবিতে শচীন তেণ্ডলকারের ছবি আছে। ২০১২ সালে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন শচীন। তখন কেন্দ্রে ক্ষমতায় ছিল কংগ্রেস। কংগ্রেসের মনোনিত বলেই তাঁর ছবি তৃণমূলের ভোট প্রচারে ব্যবহার হওয়ায় কংগ্রেসের এই আপত্তি বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন, ““আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জয়ের মুহূর্ত সকলের কাছে খুবই আবেগের। রাজনৈতিক ফায়দা তুলতে এই ধরনে মুহূর্ত ব্যবহার করা অনুচিত।” এমনকি নির্বাচনী প্রচারে সংশ্লিষ্ট ক্রিকেটারের অনুমতিও নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। এরফলে তৃণমূল প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে বলেই দাবি কংগ্রেসের।
তৃণমূলের বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার বলেন, ” আমরা নির্বাচনী বিধিভঙ্গ করিনি। করে থাকলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।” তবে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে খোঁচা দিয়ে বলেন, ” নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় আর সংবাদমাধ্যমে টিকে থাকতে চেয়ে অধীর বাবুকে এইরকম অভিযোগ করতে হয়। আমি যতদূর জানি শচীন তেণ্ডলকারকে রাষ্ট্রপতি মনোনিত করেছিলেন রাজ্যসভার সদস্য হিসেবে। কোনও রাজনৈতিক দল করেনি।”
এদিকে দলীয়ভাবে শোকজের পর বিজেপি’র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জন্য শোকজ করেছে কমিশনও। আবার কঙ্গনা রানাউতের বিরুদ্ধে অপ্রীতিকর মন্তব্যের জন্য কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতকে কমিশন শোকজ করেছে। “