সংবাদ প্রতিনিধি, কলকাতাঃ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মানভঞ্জনের চেষ্টা করল তৃণমূল। বাঁকুড়া লোকসভা আসনে প্রার্থী হতে না পেরে ভেঙে পড়েছিলেন এই টলিউড অভিনেত্রী। দলীয় পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়ে দলনেত্রীকে চিঠিও দিয়েছিলেন। সূত্রের দাবি তাঁকে তাপস রায়ের ছেড়ে যাওয়া বরানগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী করা হচ্ছে।
এরআগেও ২০২১ সালে বিধানসভায় তিনি তৃণমূলের টিকিটে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন। কিন্তু বিজেপি প্রার্থী নীলাদ্রিশেখর জানার কাছে হেরে যান।
চলতি বছর ৭ মে বরানগর ও ভগবানগোলা কেন্দ্রে উপনির্বাচন হবে। এদিকে বরানগরের প্রার্থী ঘোষণা হয়ে গেলেও ভগবানগোলায় প্রার্থী দেওয়া হবে কবে তা এখনও জানায়নি তৃণমূল। যদিও সূত্রের দাবি, জেলা নেতারা এখনও সর্বসম্মত না হওয়ায় প্রার্থী পদ ঘোষণা পিছিয়ে যাচ্ছে।