সংবাদ প্রতিনিধি কলকাতা: বাংলায় আরো এক আসনে প্রার্থী দিল কংগ্রেস। কোচবিহার থেকে হাত চিহ্নে লড়াই করবেন পিয়া রায় চৌধুরী। এই আসনে বামেরাও প্রার্থী দিয়েছে। ওই কেন্দ্রে আর এস পি প্রার্থী নিতীশ চন্দ্র রায়।ওই আসনে বাম কংগ্রেস লড়াই হবে। ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে কোথাও লড়াই কোথাও সমঝোতা তার প্রভাব কি ভোটে পরবে না? প্রসঙ্গত দেশের ৪৭টি আসনে আজ প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস তার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসনেও প্রার্থীর নাম আছে। ওই আসনে নরেন্দ্র মোদির বিরুদ্ধে কংগ্রেসের অজয় রাই লড়াই করবে।