সংবাদ প্রতিনিধি, বহরমপুরঃ এখনও ১২ঘন্টাও কাটেনি। প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে বিকেল নাগাদ। তারমধ্যেই নিজের নির্বাচনী কেন্দ্রে হাজির মহঃ সেলিম। বিকেলে প্রার্থী ঘোষণা হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেছেন,” আমি সংগঠন মজবুত করতে প্রস্তুত ছিলাম। প্রার্থী হতে রাজি ছিলাম না। কিন্তু দল মনে করেছে আমি মুর্শিদাবাদের কেন্দ্রের উপযোগী তাই প্রার্থী করেছে। দলকে ধন্যবাদ।”
তৃণমূল বলেছিল সংসদে ঢুকতে দেব না। বলেছিলাম সংসদে না পারি সড়ক থেকে বলব। এবার মুর্শিদাবাদের মানুষ ঠিক করবেন আমি তাঁদের কথা সড়ক থেকে বলবা না সংসদে গিয়ে বলব।”
পাশাপাশি এটাও দাবি করেছেন, ” কংগ্রেস তথা অধীর চৌধুরী চেয়েছিলেন মহঃ সেলিম মুর্শিদাবাদে নির্বাচনে দাঁড়ালে তাঁদের মুর্শিদাবাদের কর্মীরা উৎসাহিত হবে। তা নিয়ে দলে একাধিকবার আলোচনা হয়েছে। তাদেরকেও ধন্যবাদ।”
মুর্শিদাবাদের মানুষের কাছে আলাদা করে বলবার কিছু নেই রাজ্যের বার্তাই সেখানেও বলবেন। তবে মুর্শিদাবাদের মাটিতে সাম্প্রদায়িক বার্তা দেওয়াই তাঁর নির্বাচনের মূল প্রচারমন্ত্র বলেও দাবি করেন সিপিএমের রাজ্য সম্পাদক। পরিযায়ী শ্রমিকদের যাতে কাজে না যেতে হয় তার ব্যবস্থা করা, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রস্তাব থাকবে তাঁর তরফ থেকে।
রাত পোহালেই মুর্শিদাবাদের ইসলামপুর নতুন পাড়ায় তাঁর নির্বাচনী কর্মীসভা আছে। ওইদিনই সাগরপাড়া রক্সির মোড়েও তাঁর কর্মীসভা রয়েছে। এদিন তিনি বলেন, ” তৃণমূল বলেছিল সংসদে ঢুকতে দেব না। বলেছিলাম সংসদে না পারি সড়ক থেকে বলব। এবার মুর্শিদাবাদের মানুষ ঠিক করবেন আমি তাঁদের কথা সড়ক থেকে বলবো না সংসদে গিয়ে বলব।” (ছবি ঋণঃ সিপিএমের ফেসবুক পেজ)