ভোটের আগে কংগ্রেসের শক্তি বাড়ল বহরমপুরে

Social Share

সংবাদ প্রতিনিধি, মুর্শিদাবাদঃ নওদা ব্লকে তৃণমূলের ঘর ভাঙল কংগ্রেস। বৃহস্পতিবার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মতিউর রহমান তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন। জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে একটি অস্থায়ী মঞ্চে মতিউর রহমানের হাতে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। নির্বাচনের দিন চারেক আগে যা অত্যন্ত তাৎপর্য পূর্ণ বলে মনে করে রাজনৈতিক পর্যবেক্ষকরা। অধীর বলেন, “পুনরায় মুর্শিদাবাদে কংগ্রেস তাদের পুরনো জায়গা ফিরে পাবে।”

এমনিতেই গোষ্ঠী কোন্দলে জেরবার নওদা তৃণমূল। সেদিকেই আঙুল তুলে মতিউর বললেন “গোষ্ঠী কোন্দলের কারণে তৃণমূল ওখানে দিশেহারা। আমি ২০১৬ সাল থেকে ওই দল করি। ২০১৮ সালের পঞ্চায়েতে আমাদের তৃণমূল টিকিট না দেওয়ায় আমার নির্দল হয়ে লড়াই করে নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি হই।” কিন্তু তারপর থেকে দলীয় কোনও প্রতীক না থাকায় তিনি বসে ছিলেন বলে জানান।

তবে তৃণমূলের নওদা ব্লক সভাপতি সফিউজ্জামান শেখ ওরফে হাবিব বলেন, “ও এই নিয়ে আটবার দল বদল করল। ওতো কংগ্রেসেই ছিল। যে দলেই যাক না কেন কোনও দলেই টিকতে পারবে না। ও নওদার বিন তুঘলক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights