সংবাদ প্রতিনিধি, কলকাতা: আজ বামফ্রন্ট তাদের প্রার্থী তালিকা প্রকাশ করবে। কোন ফর্মুলায় প্রার্থী তালিকা ঘোষণা হবে সেদিকে তাকিয়ে রাজ্যের মানুষ। বামফ্রন্ট গতভাবে প্রার্থী তালিকা ঘোষিত হলেও সিপিআইএম এর প্রার্থী যে বেশি থাকবে সেটা বলাই বাহুল্য।
রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ভোটে লড়বার কথা আগেই দুই দলের পক্ষে ঘোষণা করা হয়েছিল। গত রবিবার মমতা বন্দোপাধ্যায় একচেটিয়া ৪২টি আসনের প্রার্থী ঘোষণা করে দেওয়ায় রাজ্যে কংগ্রেসের সঙ্গে যে জোট হচ্ছে না সেটা নিশ্চিত। তা সত্ত্বেও না বাম শিবির না কংগ্রেস শিবির দু পক্ষের কেউই সরকারিভাবে জোটের কথা ঘোষনা করেনি।
কেউ বলছেন অঘোষিত জোট করে তলায় তলায় বাম কংগ্রেস এক সঙ্গে লড়াই করার কৌশলে ভোট বৈতারনি পার করতে পারে দুই দল।
প্রসঙ্গত আজ তাদের আর এক দফা প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে।