Abu Taher Khan দেওয়ালে নিজের নাম লিখলেন

Social Share

সংবাদ প্রতিনিধি, বহরমপুর: গত বছর ভালো কাটেনি মুর্শিদাবাদের বিদায়ী সংসদ আবু তাহের খানের। হঠাৎ অসুস্থ হয়ে প্রায় চলবার শক্তি হারিয়ে ফেলেছিলেন তিনি। দীর্ঘ চিকিৎসার পর এখন ভোটের ময়দানে দাপিয়ে বেড়াচ্ছেন তাহের।

লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়নি এখনও। বঙ্গে ৪২ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। মুর্শিদাবাদের অনেকেই ধরে নিয়েছিলেন এবারের ভোটে অসুস্থ তাহেরকে হয়তো টিকিট দেবেন না ‘দিদি’। কিন্তু সেই তাহের এই ভরসা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার নিজের লোকসভা কেন্দ্র জলঙ্গি বিধানসভায় নিজে হাতে দেওয়ালে লিখলেন নিজের নাম। ভোটে জয়ের ব্যাপারে নিশ্চিত আবু তাহের জানালেন “এই নির্বাচনে সমস্ত বিভাজন সৃষ্টিকারী রাজনৈতিক দলেই পর আসতে হবে তৃণমূলের কাছে।”

দেওয়াল লিখনের পাশাপাশি দিন তিনেক আগে বিধ্বংসী আগুনে ঘরবাড়ি পুড়ে যাওয়া জলঙ্গির গৌরীপুরের সাতটি পরিবারের সঙ্গেও বুধবার দেখা করেন এলাকার সংসদ তাহের। তাদের আর্থিক সহযোগিতা করা ছাড়াও ভবিষ্যতে তাদের পাশে থাকা থাকারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বহরমপুরের সংসদ অধীর চৌধুরী তাঁর সাংসদ তহবিলের টাকা খরচ করতে গিয়ে প্রতিদিন জেলা প্রশাসনের বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করছেন। উল্টোদিকে নিজের নির্বাচনী কেন্দ্র জলঙ্গি বিধানসভায় সংসদ তহবিলের টাকায় প্রায় ১৯ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন তাহের।

জলঙ্গি বিধানসভায় রাস্তা থেকে পানীয় জল এমনকি হাই মাস্ট বাতিস্তম্ভ বসিয়ে এলাকার মানুষের কাছে পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights