হেলমেট পড়েও মৃত্যু, দ্রুত গতির যান চলাচল ঠেকাবে কে ?

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ মাথায় হেলমেট পড়েছিলেন। ট্রাফিক আইন মেনে চালাচ্ছিলেন বাইকও। কিন্তু তাতেও ঠেকানো যায়নি মৃত্যু। উল্টোদিক থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহি বাস এসে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহির। মৃতের নাম নাসিরুদ্দিন শেখ। বাড়ি সাগরদিঘি থানার জালবান্ধায়। বুধবার ঘটনাটি ঘটেছে সাগরদিঘি এলাকায় রতনপুরে ১২ নম্বর জাতীয় সড়কে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জালবান্ধা থেকে মোটরবাইকে রতনপুর এলাকায় সবজি কিনতে যাচ্ছিলেন নাসিরুদ্দিন। রতনপুরের কাছে ১২ নম্বর জাতীয় সড়ক পারাপার করতে গেলে উল্টোদিক থেকে আসা দ্রুত গতির একটি বাসের ধাকায় নাসিরুদ্দিন বাইক সহ রাস্তায় পড়ে যান। তার মাথায় হেলমেট ছিল বলে পুলিশ জানিয়েছে। গুরুতর আহত নাসিরুদ্দিনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

তবে ট্রাফিক পুলিশ বাইক আরোহিদের সতর্ক করতে যতখানি তৎপর ততখানি তৎপরতা দ্রুতগতির বাস কিংবা লরির প্রতি নয় বলেই ঘটনাস্থলে তীব্র ক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আলোর উৎসবে নাসিরুদ্দিনের মৃত্যুতে শোকের ছায়া জালবান্ধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights