
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ দিল্লি ক্যাপিটালস তাঁদের দলের ডিরেক্টর অফ ক্রিকেটর পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দিল বৃহস্পতিবার। রিকি পন্টিংয়ের পর ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কেও সরালো দিল্লি। দিন দুয়েক আগে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক রিষভ পন্থের সমাজমাধ্যমের একটি বক্তব্য ঘিরে তৈরি হয়েছিল ধোঁয়াশা। অনেকেই ভাবছিলেন নিলামের আগেই হয়ত রিষভকে বিদায় বার্তা পাঠাবে দিল্লি। তবে সেই খবরে শিলমোহর পড়ুক আর না পড়ুক তার আগে সৌরভকে ছাঁটার বার্তায় শিলমোহর দিল দিল্লির ম্যানেজমেন্ট। তাঁর জায়গায় আগামী বছর আইপিএল-এর নয়া মরশুমে দিল্লির ডাগআউটে দেখা যাবে আর এক ভারতীয় ক্রিকেটার বেণুগোপাল রাওকে। কোচ হিসেবে হেমাঙ্গ বাদানিকে বেছে নিয়েছে ক্যাপিটালস।
গত জুলাইতে দিল্লির হেড কোচ থেকে সরিয়ে দেওয়া হয় রিকি পন্টিংকে। তখন সৌরভ অনুরাগীরা অনেকেই ভেবেছিলেন ওই পদে সৌরভকে দেখা যাবে। কিন্তু তার আগেই নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন জিন্দলরা। প্রথমে ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা হিসেবে,পরে ২০২৩ সালের আইপিএলের আগে ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হিসেবে দিল্লিতে যোগ দিয়েছিলেন সৌরভ। যদিও তার আমলে আইপিএলে দিল্লি ভাল ফল তো দূর অস্ত ২০২৩ সালে নবম স্থানে ও ২০২৪ সালে ষষ্ঠ স্থান পায় দিল্লি।
তবে এই খবর চাউর হতে দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার সংস্থা জেএসডব্লু অফিসিয়াল বিবৃতি দিয়ে জানিয়েছে, জেএসডব্লু স্পোর্টসের ডিরেক্টর অফ ক্রিকেট পদে আছেন সৌরভ। পার্থ জিন্দাল সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ” দিল্লি ক্যাপিটালসে না থাকলেও জেএসডব্লু স্পোর্টসে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমাদের প্রয়োজন সবসময়। তাঁর ক্ষুরধার মস্তিষ্ক ক্রিকেট, ওনার গাইডেন্স এবং বুদ্ধি আমাদের কাজে লাগবে।”
সৌরভ গঙ্গোপাধ্যায় বহরমপুরে এসেছিলেন বৃহস্পতিবার। বেলা দু’টো নাগাদ তিনি বহরমপুর শিল্পতালুক লাগোয়া একটি বেসরকারি হোটেলে উঠেছিলেন। পরে বেলা সাড়ে তিনটের সময় স্টেডিয়ামে পৌঁছান। সেখানে তিনি মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট অ্যাকাডেমি উদ্বোধন করেন। উদ্বোধন মঞ্চে যখন তিনি মাঠে উপস্থিত খুদে ক্রিকেটারদের দেশের হয়ে খেলার স্বপ্ন দেখাচ্ছেন, যখন তার প্রতিটি বাক্যে খুদেরা করতালি দিয়ে তাঁকে সম্মানিত করছেন, ঠিক তখনই দিল্লি ক্যাপিটালসের ছাড়-পত্র পেলেন ‘দাদা’।