বহরমপুরে পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু, উত্তেজিত জনতা পোড়াল লরি

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ বহরমপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। বুধবার দুপুর একটা নাগাদ ঘটনাটি ঘটেছে বানজেটিয়া আইটিআই মোড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভারতের খাদ্য নিগম (FCI) এর প্রায় দু’শো বস্তা খাদ্য সামগ্রী নিয়ে একটি লরি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বাইক চালক সুমন হালদারকে ধাক্কা মারে। লরির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়লে লরির পিছনের চাকায় থেঁতলে যায় সুমনের মাথা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

একইসঙ্গে বাইক থেকে ছিটকে পরে সুমনের স্ত্রী পম্পা ও বছর দুয়েকের পুত্র। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। মাথায় গুরুতর আঘাত নিয়ে ওই দু’জন বর্তমানে চিকিৎসাধীন। সুমনের বাড়ি ঘটনাস্থলের কাছেই মণীন্দ্র নগরে।

এদিকে উত্তেজিত জনতা মৃতদেহ আটকে রেখে ঘাতক লরিটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বহরমপুর থানার পুলিশ। পুলিশকে দেখে বিক্ষোভের মাত্রা বাড়তে থাকে। খানিকক্ষণ বিক্ষোভ চলার পর উত্তেজিত জনতাকে সরিয়ে দেয় পুলিশ। গ্রেফতার করা হয় লরি চালককে। মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

হাসপাতালে আহত পম্পা হালদারকে দেখতে গিয়েছেন বিধায়ক

খবর পেয়ে হাসপাতালে সদলবলে ছুটে আসেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র। তিনি বলেন, ” ব্যক্তিগতভাবে ছেলেটি আমার পরিচিত। উৎসবের দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনায় সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। এখন ওর স্ত্রী ও সন্তানের সুচিকিৎসার বন্দ্যোবস্থ করতেই হাসপাতালে এসেছি।” লক্ষ্মী পুজোর দিন পাড়ার ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights