লোকসভা নির্বাচনে CPI(M)-এর Derby ও ইস্যু

Social Share

রজত চক্রবর্তী, কলকাতাঃ একই দিনে অর্থাৎ মার্চের দশ তারিখে ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি ম্যাচ আর তৃণমূলের ব্রিগেড সমাবেশের দিন পড়েছে। প্রথম দিকে এই নিয়ে কোনও সমস্যার কথা না আয়োজক, না শাসক দল, না পুলিশ প্রশাসন কেউ কোনও কথা বলে নি। কিন্তু দিন তিনেক আগে হঠাৎ পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে ওই দিন রাতে ম্যাচ করলে নিরাপত্তা দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়বে। তখনই সব কিছুতে জট পেকে যায়। প্রাথমিক ভাবে জামসেদপুর কিংবা ভুবনেশ্বরে ম্যাচ হওয়ার কথা হয়েছিল। কিন্তু কলকাতার বাইরে ডার্বি হোক তা চাইছিল না লাল হলুদ শিবির। আবার পুলিশের পক্ষ থেকে তারিখ বদলানোর পরামর্শ দিলে তাতে সায় ছিল না এসএফডিএলের। ক্লাব কর্তাদের সুরে সুর মিলিয়ে কলকাতার বাইরে ডার্বি খেলায় সায় ছিল না দলের স্প্যানিশ কোচ কুয়াদ্রাতেরও। একই বক্তব্য ছিল ইস্টবেঙ্গল সাপোর্টারসদেরও।

এইরকম যখন ডামাডোল অবস্থা সেই সময় ক্রীড়াপ্রেমিদের চরম সমালোচনার মুখে পড়তে হয় রাজ্যের শাসক দলকে। সেই সুযোগ হাতছাড়া না করে লোকসভা নির্বাচনের হাওয়ায় Derby Match ও যে ইস্যু হতে পারে তা দেখিয়ে দিল সিপিএম যুব বাহিনী। দুপুর বেলা DYFI এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ও রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতী সাহার সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে এই দুই যুব নেতা রাজ্যের শাসকদলের সমালোচনা করে লেখেন ” মুখ্যমন্ত্রী বারবার দাবি করেন এই সরকার নাকি বাংলার খেলাধুলার পাশে আছে। অথচ তার দলের খামখেয়ালী সিদ্ধান্তে আঘাত পেয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগানের অগণিত সমর্থকদের আবেগ, অনিশ্চিত হয়ে পড়েছে বাংলার বড় ম্যাচ। ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থক নির্বিশেষে এর প্রতিবাদে গর্জে উঠুন।”

তবে দিনভর এসএফডিএলের সঙ্গে আলোচনা পাল্টা আলোচনা শেষে সোমবার রাতে জানা যায় কলকাতাতেই হবে Durbey Match. আর তা হবে দশ তারিখ রাতেই। তবে রাত ৭.৩০ টার বদলে হবে রাত ৯.৩০টায়।

ডার্বিতে ইস্টবেঙ্গল এগিয়ে ২-১। মরসুমের শুরুতেই ডুরান্ড কাপে ১-১ হয়েছিল ফল। প্রথম ডার্বি ইস্টবেঙ্গল জিতলেও দ্বিতীয় ডার্বি জিতেছিল মোহনবাগান। সুপার কাপে তৃতীয় ডার্বিতে আবার জয় পায় ইস্টবেঙ্গল। আইএসএলের প্রথম ডার্বি অবশ্য ২-২ হয়েছে। দুটো টিমই দুরন্ত ফুটবল খেলেছিল। কিন্তু তার পর থেকে লাল-হলুদ সে ভাবে পারফর্ম করতে পারেনি। কিন্তু মোহনবাগান আইএসএলে তরতর করে এগোচ্ছে। আইএসএলের প্লে-অফে জায়গা করতে না পারলে ফিরতি ডার্বি জয় খানিকটা হলেও স্বস্তি দেবে ইস্টবেঙ্গলকে।

আাপাতত ডার্বি কাঁটা মিটলেও রাতের ফুটবল কতখানি স্বস্তি দেবে ক্রীড়াপ্রেমীদের তা নিয়ে অবশ্য আশঙ্কা থেকেই গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights