ক্যান্সারের সঙ্গে লড়াই শেষ, প্রয়াত রাজা মিত্র

Social Share

১৯৮৭ সালে মুক্তি পায় এই পরিচালকের প্রথম ছবি ‘একটি জীবন।’ প্রথম ছবিতেই নিজের জাত চিনিয়েছিলেন তিনি। সেবারই এই ছবি জাতীয় পুরস্কার পায়।
১৯৮৮ সালে তিনি তার কাজের জন্য ভারতের রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত হন।

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ অবশেষে থামল লড়াই। ক্যান্সারের কাছে শেষ পর্যন্ত হার মানলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক রাজা মিত্র। বৃহস্পতিবার রাত তিনটে নাগাদ কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে চিকিৎসা চলাকালীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৯বছর। সমাজমাধ্যমে বাবার মৃত্যু সংবাদ জানিয়েছেন পরিচালক পুত্র চিত্রশিল্পী রৌদ্র মিত্র।

১৯৮৭ সালে মুক্তি পায় এই পরিচালকের প্রথম ছবি ‘একটি জীবন।’ প্রথম ছবিতেই নিজের জাত চিনিয়েছিলেন তিনি। সেবারই এই ছবি জাতীয় পুরস্কার পায়। এই সিনেমাতে অভিনয় করেছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। রাজা মিত্র ‘স্বর্ণ কমল’, ‘রজত কমল’ পুরস্কার পান ‘কালীঘাট পেইন্টিংস অ্যান্ড ড্রয়িংস’ সিনেমাতে সঙ্গীত পরিচালনার জন্য। ডেবিউ ফিল্ম মেকার হিসেবে ‘ইন্দিরা গান্ধী পুরস্কার’ ও পেয়েছেন প্রয়াত এই পরিচালক। তাঁর ‘নয়ন তারা’,  ‘যতনের জমি’ ছবিগুলি সমালোচকদের প্রশংসা পায়।

১৯৭৮ সাল থেকে ১৯৮০ পর্যন্ত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের সহকারী হিসেবে কাজ করেন রাজা মিত্র। বিভিন্ন চলচ্চিত্র পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। একইসঙ্গে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, জাতীয় চলচ্চিত্র উৎসবের জুরি মেম্বার ছিলেন পরিচালক রাজা মিত্র। ১৯৮৮ সালে তিনি তার কাজের জন্য ভারতের রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত হন।

তথ্যচিত্রও পরিচালনা করেছেন রাজা মিত্র। যার মধ্যে ‘কয়লার নাম দ্য ম্যাসেস’ , ‘রেলওয়েতে এইচএস অয়েলের অর্থনীতি’ , ‘ক্যালকাটা ফুটপাথ ডেভেলার’ , ‘দ্য ট্রাইবাল রেজিস্ট্যান্স’ , ‘কলকাতা’ , ‘অতীত এবং বর্তমান’ , ‘বীরভূমের স্ক্রল পেইন্টারস , টুওয়ার্ডস এ গ্লোবাল ব্রেক’, ‘জীবন পটুয়া’ , ‘আশ্রয়’ , ‘বিদ্যাসাগর’ , ‘বিয়ন্ড এ হেড কাউন্ট’ , ‘কালীঘাট পেইন্টিংস অ্যান্ড ড্রয়িংস’ উল্লেখযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights