বিষ মদ কান্ডে তামিলনাড়ুতে বদলি ডিএম, এসপি

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ তামিলনাড়ুতে বিষ মদ কান্ডে মৃতের সংখ্যা ৩৪ ছাড়িয়েছে বলে সংবাদসংস্থায় খবর। দিন গড়ালে সংখ্যাটি আরও বাড়বার আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল। এই পরিস্থিতিতে ঘটনাস্থল তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলার জেলাশাসক শ্রাবণকুমার জাটাভাতকে বদলি করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে পুলিশ সুপার সময়সিং মীনাকে। কাল্লাকুরিচি জেলার নতুন জেলাশাসক হয়েছেন এমএস পরশনাথ। পুলিশ সুপার হয়েছেন রজত চর্তুবেদী।

আরও পড়ুনঃমুর্শিদাবাদের ক্রীড়া সংগঠক বিশ্বজিৎ আইএফএ-র সহসচিব

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বিষ মদ খেয়ে মৃত্যুর ঘটনা ঘটে। রাতের দিকে মৃতের সংখ্যা বাড়তে শুরু করলে টনক নড়ে ডিএমকে সরকারের। তড়িঘড়ি বদলি করা হয় কাল্লাকুরুচি জেলার জেলাশাসককে। সাসপেন্ড করা হয় পুলিশ সুপার সহ একাধিক পুলিশ আধিকারিকদের। হাসপাতালে উপচে পড়ে অসুস্থদের ভিড়। তাদের কাল্লাকুরিচি, সালেম ও পুদুচেরীর জওহরলাল ইন্সটিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়েছে। পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে ২-শো লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে ।  স্বাস্থ্য মন্ত্রী এম সুব্রামানিয়াম কাল্লাকুরিচিতে সাংবাদিকদের বলেন,মদে প্রচুর পরিমাণে মিথানল থাকার জন্যই এই ঘটনা।

এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে জানিয়ে এমকে স্ট্যালিন এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। সেখানে অসুস্থদের জন্য উচ্চমানের চিকিৎসার পাশাপাশি আর্থিক সাহায্যও করা হবে বলে জানান তিনি। মৃতদের পরিবারকে ১০ লাখ টাকা এবং চিকিৎসাধীন প্রত্যেকের জন্য ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন হবে বলে জানালেও পরে অবশ্য এই ঘটনার জন্য সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি। বছর খানেক আগেই তামিলনাড়ুর রাজ্যের চেঙ্গালপাট্টু জেলায় বিষমদ পান করে ২২ জনের মৃত্যু হয়েছিল।সেই ঘটনারই পুনরাবৃত্তি হল আবার। 

আরও পড়ুনঃ উপনির্বাচনে বাগদাতে প্রার্থী দিল বাম-কংগ্রেস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights