
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ সকাল দেখলেই বোঝা যায় দিনটি কেমন যাবে। শনিবার কল্যাণী স্টেডিয়ামে কলকাতা লিগের ডার্বি ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল আর মোহনবাগান। সেখানে ম্যাচ শুরুর কিছু পরেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করে দেবজিৎমজুমদার, এডমুন্ড লালরিন্ডিকারা। আর ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত সেই আক্রমণ বজায় রেখে ৩-২ গোলে মোহনবাগানকে হারিয়ে দিনের সেরা হল লাল হলুদ শিবির।
এবারই প্রথম কলকাতার বাইরে এই হেভিওয়েট ম্যাচের আয়োজ করা হয়েছিল। প্রত্যাশিত ভিড় না হলেও এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে এসেছিলেন নদিয়ার ফুটবলপ্রেমিরা। ম্যাচ শেষে কেউ ফিরলেন খালি হাতে। কারও মুখে জয়ের শ্লোগান। ম্যাচ জিতল ইস্টবেঙ্গল।
যদিও শুরুতে মোহনবাগানকে ইস্টবেঙ্গল চাপে ফেলে দিলেও পরে তাদের যথেষ্ট চাপে ফেলে দিয়েছিল দীপ্তেন্দু বিশ্বাসরা। শেষ রক্ষা অবশ্য হয়নি। এদিন দুই দলই অভিজ্ঞ ও অনভিজ্ঞ খেলোয়ার নিয়ে টিম সাজিয়েছিল। ইস্টবেঙ্গলের তুলনায় মোহনবাগানে অবশ্য অনভিজ্ঞের সংখ্যা ছিল বেশি। আর এই ম্যাচে শুধু গোল করলেনই না, দলকে একাধিকবার গোলের সুযোগ করিয়ে দিয়ে ইস্টবেঙ্গলের নায়ক হয়ে গেলেন সায়ন বন্দ্যোপাধ্যায়।
খেলার প্রথমার্ধেই অবশ্য ২-০ গোলে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে যখন লাল-হলুদ শিবির কিছুটা আত্মবিশ্বাসের সঙ্গে খেলা শুরু করেছে তখন থেকে পাল্টা চাপ দিতে শুরু করে সবুজ-মেরুন বাহিনী। ম্যাচের ৬৭ মিনিটের মাথায় যখন গোল শোধ করে ডার্বির ফলাফল বদলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছেন কিয়ান নাসিরি, ঠিক তার কিছুক্ষণ পরেই ডেভিডের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।