রাজনৈতিক দলগুলিকেও কড়া বার্তা ECI-এর? জল্পনা

Social Share

সংবাদ প্রতিনিধি, কলকাতাঃ কেন্দ্রীয় বাহিনীর বুটের শব্দে রবিবার বঙ্গে ঘোষণা হয়ে গিয়েছে ভোট যুদ্ধ। একইদিনে রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

আজ সকালেই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে উপস্থিত থাকার কথা মুখ্য নির্বাচন কমিশনার, ডেপুটি ইলেকশন কমিশনার, প্রিন্সিপাল সেক্রেটারি ও অন্যদের। সেখানে দু-পক্ষই নিজেদের মত প্রকাশ করবেন। সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন বৈতরণী পেরতে রাজনৈতিক দলগুলির দায়িত্ব বুঝিয়ে দিতে পারেন কমিশনার,দাবি সূত্রের।

গতকাল রাতে শহরে পা রেখছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। যদিও তাঁর আসার আগেই কলকাতা পৌঁছে গিয়েছিলেন বেঞ্চের বাকি সদস্যরা। তাঁরা রাজ্যের ভারপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক, পুলিশের নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করেছেন। ভোটার তালিকা থেকে আদর্শ আচরণবিধি নিয়ে আলোচনা হয়েছে। কোথায় এখনও প্রস্তুতিতে খামতি আছে তা মিটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর। কমিশনের নির্দেশই যে শেষ কথা সে কথাও স্পষ্টভাবে বৈঠকে উপস্থিত রাজ্যের প্রশাসনিক কর্তাদের বুঝিয়ে দিয়েছেন আধিকারিকরা।

এদিকে রাজ্যের একাধিক জেলায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে। জায়গায় জায়গায় রাজ্য পুলিশের সংশ্লিষ্ট আধিকারিকরা বাহিনীকে সঙ্গে করে গ্রামে গ্রামে পৌঁছে দেয়। তবে নির্বাচন ঘোষণা হওয়ার আগেই গ্রামে গ্রামে ভারি বুটের আওয়াজ শোনার রেওয়াজ বাংলায় প্রথম। রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক শেষ করার পর রাজ্যের সমস্ত জেলার ডিএম, এসপিদের সঙ্গেও বৈঠক করবেন ফুল বেঞ্চের আধিকারিকরা, দাবি সূত্রের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights