BJP: রাজ্যের মানুষকে নির্ভয়ে ভোট দিতে দেওয়ার দায়িত্ব নিতে হবে কমিশনকে

Social Share

সংবাদ প্রতিনিধি, কলকাতাঃ জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিদের বৈঠক শেষ হয়েছে। বৈঠক থেকে বেড়িয়ে বিজেপি প্রতিনিধি বলেন, ” সুষ্ঠভাবে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন যাতে হয় তারজন্য কমিশনের কাছে দলের প্রত্যাশা কী তা জানানো হয়েছে।”

এদিন দলের পক্ষ থেকে দুই প্রতিনিধি শিশির বাজোরিয়া ও ওম পাঠককে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার জন্য। এদিন বৈঠকে সন্দেশখালি কান্ডের কথাও কমিশনের কাছে তুলে ধরেন বিজেপি প্রতিনিধিরা। তাঁরা বলেন, ” মানুষের মন থেকে সমস্ত ভয় দূর করে ভোট করানোর কথা কমিশনকে বলা হয়েছে।” একই সঙ্গে তাঁরা এটাও বলেন, ” নির্বাচনের সময় দুষ্কৃতি ও পুলিশ একসঙ্গে কাজ করার উদাহরণ তুলে দেওয়া হয়েছে কমিশনের কাছে। পুলিশ, প্রশাসন ও শাসকদলের এই বাস্তুতন্ত্র ভাঙতে হবে বলেও অনুরোধ করা হয়েছে।” পর্যবেক্ষকদের নিরপেক্ষ ভূমিকা পালনের কথা বলা হয়েছে।

আজ সোমবার আটটি প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে জাতীয় নির্বাচন কমিশন। তৃণমূল খানিকপরে বৈঠকে যাবেন। দলের পক্ষ থেকে এক দফায় ভোটের আর্জি জানাবেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights