সংবাদ প্রতিনিধি, কলকাতাঃ নির্বাচনের আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে বঙ্গবাসীকে ভয় দেখাচ্ছে বিজেপি। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কমিশনের সঙ্গে বৈঠক থেকে বেড়িয়ে বলেন, ” কমিশনকে স্পষ্ট সে কথা জানানো হয়েছে। একইসঙ্গে এক দফায় যাতে লোকসভা নির্বাচন বাংলায় হয় সেই অনুরোধও করা হয়েছে।”
কল্যাণ ছাড়াও তৃণমূলের পক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে হাজির ছিলেন সভাপতি সুব্রত বক্সি, সাংসদ ডেরেক ও ব্রায়েন। একইসঙ্গে এক দফায় নির্বাচনে যত পুলিশ প্রয়োজন সেই পুলিশ রাজ্য সরকার দেবে বলেও কমিশনকে জানিয়েছেন কল্যাণরা।
কল্যাণ বলেন, “বিজেপি ও মোদিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, ইডি সিবিআইকে ব্যবহার করার জন্য বাংলায় একাধিক দফায় নির্বাচন করানো হচ্ছে। কেন এমন হবে? বিজেপি-র কথা শুনে কমিশন বা কেন্দ্রীয় বাহিনী যেন ওঠবোস না করে সেই দাবিও দলের পক্ষ থেকে জানানো হয়েছে।”