TMC-র ব্রিগেড ডাকে অক্সিজেন জোগালো এগরা

Social Share

সংবাদ প্রতিনিধি, কলকাতাঃ কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে শেষ ফাগুনে ব্রিগেড কাঁপানোর ডাক দিয়েছে TMC. রবিবার সেই “জনগর্জন” সভার ঘোষণা দলের পক্ষ থেকেই করা হয়েছে। একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে কেন্দ্র বাংলাকে বঞ্চনা করেছে টাকা আটকে রেখেছে। তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে ১০ মার্চ।

হাতে আর দু’সপ্তাহ মতো সময়। এই অল্প সময় কাজে লাগিয়ে ব্রিগেডের সভায় জন জোয়ারের প্রত্যাশা করছে রাজ্যের শাসকদল TMC। তাদের সেই প্রত্যাশায় বাড়তি অক্সিজেন জুগিয়েছে এগরা। নন্দকুমারের পর এগরার সমবায় সমিতিতে একপেশে জয় পেয়েছে তৃণমূল। খড়কুটোর মতো উড়ে গিয়েছে বিরোধীরা। স্বাভাবিকভাবেই শুভেন্দুর এলাকা বলে পরিচিত এই অঞ্চল আলোচনায় ফিরেছে। সামনেই লোকসভা নির্বাচন। সেই নির্বাচনের মুখে দাঁড়িয়ে ৫০ আসনের এগরা সমবায় সমিতির ৪৩ টি আসন ছিনিয়ে নিয়েছে তৃণমূল। ছ’টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে আছে বিজেপি।

কাঁথি (Kanthi) সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান তরুণ কুমার মাইতি বলেন, “মানুষ যে তৃণমূলের সঙ্গে আছে এদিনের ভোটের ফলাফল তারই ইঙ্গিত করেছে। লোকসভা নির্বাচনের (Lok Sabha Vote 2024) আগে মানুষ রাজ্য সরকারের উপরেই যে আস্থা রেখেছে তা আবারও প্রমাণিত হয়েছে।” তবে, কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির (BJP) সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন, “সমবায় নির্বাচনের সঙ্গে লোকসভা ভোটের কোনও তুলনা হয় না। ফলে এই ফলাফলে লোকসভা নির্বাচনে কোনও প্রভাব পড়বে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights