CPIM নেতাদের জামিন দিল আদালত

Social Share

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ CPIM কর্মীদের ছোড়া ইঁটের আঘাতে আহত পুলিশ কর্মীদের আঘাতের রিপোর্ট কোর্টে জমাই দিতে পারল না পুলিশ। সোমবার জামিন পেলেন ‘দোষী’ বাম নেতারা।

দলের আইন অমান্য কর্মসূচিতে গিয়ে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তিতে জড়িয়ে পড়েন সিপিএম নেতা কর্মীরা। চলতি মাসের ১৩ তারিখ বহরমপুর টেক্সটাইল মোড়ের সেই কর্মসূচিতে প্রতীকি আইন অমান্য করতে গিয়ে পুলিশকে লক্ষ করে ইঁট ছোড়ে তাঁরা। এই অভিযোগ তুলে পুলিশ আত্ম রক্ষার্থে টিয়ার গ্যাসের সেল ফাটিয়েছিল বলে আদালতে সওয়াল করেন সরকার পক্ষের আইনজীবি। সেই অভিযোগের ভিত্তিতে ‘দোষী’দের জেলে পাঠিয়ে আজ সোমবার পুলিশকে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারক অলোকেশ দাস।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের সওয়াল জবার শেষে ব্যক্তিগত দু’হাজার টাকা বন্ডে ধৃত ১৫ জন বাম নেতাকে জামিনে মুক্তি দিয়েছেন বলে আদালত সূত্রে জানা যায়। এদিন দলের নেতা কর্মীদের জেল হেফাজত থেকে ছাড়িয়ে আনতে বহরমপুরে হাজির ছিলেন ডিওয়াইএফের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতী সাহারা। ধৃত সহকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে দলীয় কার্যালয় থেকে কোর্ট চত্বর পর্যন্ত মিছিল করেন তাঁরা। তাঁদের জামিন হওয়ার সংবাদ শেষে ধ্রুব, মীনাক্ষীরা বলেন “মানুষের দাবি নিয়ে লড়াই করা ডিওয়াই এফ আই, মজুর, কৃষকদের জেলে পুড়ে দাবিয়ে রাখতে চাইছে বর্তমান সরকার। কিন্তু সেটা যে সম্ভব নয় তা এতদিনে ওরা বুঝে গিয়েছে। যত জেলের ভয় দেখাবে তত লড়াইয়ের জেদ বাড়বে।”

CPI(M)
ধৃত সহকর্মীদের সঙ্গে কথা বলে জেল থেকে বেড়িয়ে আসছেন মীনাক্ষী ও ধ্রুবরা। ডিওয়াইএফ সূত্রে
পাওয়া ছবি।

প্রসঙ্গত, সেদিন টেক্সটাইল চত্বরকে রণক্ষেত্র তৈরির জন্য দায়ি করে ২০ জন সিপিএম নেতা কর্মীর বিরুদ্ধে খুনের চেষ্টা সহ ১৩টি ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। পনেরো জনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করলেও বাকি পাঁচজন এখনও খোঁজ পায় নি বলে আদালতকে এদিনও জানিয়েছে তারা। সেদিন পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের প্রভাবে সিপিএম কর্মীর মৃত্যুর অভিযোগ তুলেছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights