ওয়েব ডেস্কঃ নন্দকুমারের গোলে জিতে লিগ টেবিলে ওপরের দিকে উঠে এল East Bengal. ১৬ টা ম্যাচ খেলে East Bengal এর পয়েন্ট এখন ১৮। সোমবার যুবভারতীতে চেন্নাইন এফসিকে ১-০ গোলে হারিয়ে লিগ টেবিলে অষ্টম স্থানে আপাতত কার্লেস কুয়াদ্রাতের দল। তবে এদিন হিজাজি হলুদ কার্ড দেখায় ওড়িশার বিরুদ্ধে পরের ম্যাচে নেই। যা নিঃসন্দেহে সেদিন ইস্টবেঙ্গলের চাপ বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
এদিন দলে দুটো পরিবর্তন করেন লাল হলুদ কোচ। প্যান্টিচের বদলে ফেলিসিও আর অজয় ছেত্রীর জায়গায় প্রথম একাদশে ফেরেন চুংনুঙ্গা। তাহলেও এদিন খেলায় প্রথম থেকেই চেনা ঝাঁঝ ছিল না ইস্টবেঙ্গলের। ক্লেইটনের দুটো ফ্রিকিক ও একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। শুরুতেই একটা সুযোগ এসেছিল। কিন্তু বাইরে মারেন ফেলিসিও। তবে ইস্টবেঙ্গলের থেকে চেন্নাইয়ের রক্ষণ ভালো থাকলেও তাদের দক্ষতা তেমন ছিল না। ম্যাচ শুরুর ২৯ মিনিটে রহিম আলির পাস থেকে বাইরে মারেন ফারুখ। তার চার মিনিটের মধ্যে সুযোগ ছিল ইস্টবেঙ্গলের সামনেও। বক্সের ঠিক মুখে ফেলিসিওকে ফেলে দেন রায়ান এডওয়ার্ডস। সুবিধাজনক জায়গায় ফ্রিকিক পায় লাল হলুদ। কিন্তু একটুর জন্য মিস করেন ক্লেইটন। ইস্টবেঙ্গলের জার্সিতে অভিষেক ম্যাচে গোল করা ছাড়া ফেলিসিওর কোনও ভূমিকা নেই। তার ফিটনেসে ঘাটতি রয়েছে বলে দাবি দলেরই।
দ্বিতীয়ার্ধের শুরুতেই তিনটে পরিবর্তন করেন কুয়াদ্রাত। নিশু, ফেলিসিও, রাকিপের জায়গায় মন্দার, প্যান্টিচ এবং বিষ্ণুকে নামান তিনি। এরফলে খেলায় প্রাণ ফেরে। বিষ্ণুর দুরন্ত গতি চেন্নাইয়ের রক্ষণকে চাপে ফেলে দেয়। তাঁর জন্যই দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের আক্রমণের গতি বাড়ে বলে মত অভিজ্ঞদের। একঘন্টা পর্যন্ত ম্যাচ গোল হীন থাকায় ঝিমিয়ে পড়েছিল গ্যালারী। এমন সময় নন্দকুমারের শট বিপক্ষের ডিফেন্ডার বিকাশের পায়ে লেগে গোলে ঢুকে যায়।
তবে ঘরের মাঠে ইস্টবেঙ্গল জয়ে ফেরায় সুপার সিক্সে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে লাল হলুদ শিবির।