ডোমকল হাসপাতালে কু-নজর ! মামলার মধ্যেই গেল মোটা টাকার যন্ত্র চুরি

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে কার কু-নজরে পড়ল তাই নিয়ে এখন চর্চা চলে সীমান্তবর্তী এই মহকুমায়। সেই চর্চায় হাওয়া দিয়েছে বৃহস্পতিবার রাতের চুরির ঘটনা। হাসপাতাল সূত্রে জানা যায়, ওই হাসপাতালের অপেরেশন থিয়েটার থেকে তিনটি বহুমূল্য যন্ত্র চুরি হয়ে গিয়েছে রাতের অন্ধকারে। কে চুরি করেছে তা অবশ্য ধরা পড়েছে হাসপাতালের সিসি ক্যামেরায়। হাসপাতালের সুপার এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। বলেছেন পুলিশকে জানানো হয়েছে। তাঁরাই তদন্ত করে দেখছে।

তবে একটি ২৪ ঘন্টার পরিষেবা কেন্দ্রে একসঙ্গে তিনটি যন্ত্র চুরি হয়ে গেল, অথচ কেউ কোনও টের না পাওয়ায় রহস্য দানা বাঁধছে হাসপাতালের অন্দরে। হাসপাতাল সূত্রে জানা যায়, মহিলা বন্ধ্যাত্বকরণ করা হয় যে ঘরে সেই ঘর থেকেই চুরি গিয়েছে তিনটি অস্ত্রোপচার যন্ত্র। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ওই ঘর কি তালা বন্ধ করে রাখা হয় না? আর যদি নাও থাকে তাহলে চোর কীভাবে বিনা বাধায় ওই ঘরে ঢুকতে পারল? নিরাপত্তারক্ষীও কি নেই?

হাসপাতাল সূত্রে জানা যায়, পিপিপি মডেলে চলে এই হাসপাতালের একাধিক পরিষেবা। তারমধ্যে ছিল এই অস্ত্রোপচার যন্ত্রগুলিও। যে বেসরকারি সংস্থার হাতে ওই যন্ত্রের দেখাশোনার দায়িত্ব আছে সেই সংস্থার কর্মীরা সার্ভিসিংয়ের জন্য আসে। কিন্তু তাও একটি পদ্ধতির মাধ্যমে। সেই পদ্ধতি মানা হলে সংশ্লিষ্ট কর্মীর কাছে থাকে ছাড়পত্র। সেই ছাড়পত্র দেখিয়ে তবেই যন্ত্র মেরামতির সুযোগ পান বেসরকারি কর্মী। এক্ষেত্রে সেসব কিছুই ছিল না। ফলে প্রশ্ন উঠছে তবে কি সর্ষের মধ্যেই ভুত লুকিয়ে আছে? ইতিমধ্যে এক ব্যক্তির ছবি সিসি টিভির ফুটেজ থেকে পাওয়া গিয়েছে। সেই ছবি ভাইরাল ও হয়েছে। পুলিশ সবদিক খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে।

একসময়ের পাবলিক হেলথ সেন্টার আজকের সুপার স্পেশালিটি হাসপাতাল। এলাকার মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে উদ্যোগি হয়েছিল রাজ্য সরকার। কিন্তু প্রায়ই পরিষেবা নিয়ে অভিযোগ ওঠে হাসপাতালের বিরুদ্ধে। পরিবর্তনের সরকারের আমলে তা লাগামছাড়া হয়েছে। এলাকার মানুষের জমি নিয়ে ডোমকলের এই পাবলিক হেলথ সেন্টার তৈরি হয়েছিল। সেই জমি দাতাদের মধ্যে থেকে কয়েকজন জমি ফেরত চেয়ে আদালতে গিয়ে মামলা করে দেয় সরকারের বিরুদ্ধে কয়েক যুগ আগে। সম্প্রতি ফের সেই মামলা ঠান্ডা ঘর থেকে সূর্যের আলোয় এসেছে। নিম্ন আদালত থেকে পুলিশকে হাসপাতালের প্রায় চার বিঘে অংশ ভেঙে ফেলার নয়া ফরমান জারি হয়েছে। চলতি মাসের ২৩ তারিখ পুলিশ গিয়ে এলাকা পরিদর্শন করে আদালতকে বিষয়টি জানিয়েছে। বিষয়টি বিচারাধীন বলে এড়িয়ে গিয়েছেন সব পক্ষ। এর জল কতদূর গড়াবে তাই নিয়ে এমনিতেই জল্পনা চলছে ডোমকলে। সেই জল্পনায় ধুনো দিয়েছে হাসপাতালের বহুমূল্য যন্ত্র চুরির ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights