সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ বিশ্বজুড়ে হঠাৎ Down মেটা সোশ্যাল মিডিয়া ফেসবুক। লগইন হচ্ছে না কোনও user-এর। একই কান্ড ইন্সটাগ্রামেরও। মঙ্গলবার রাত ন’টা নাগাদ এই ঘটনা ঘটে। দু’দিন আগেই ভারতে এসেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুগারবার্গ। তারপর আজ এই বিপত্তি। যদিও জুকারবার্গ বলেন, তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যাবে।
