সংবাদহাজারদুয়ারি ওয়েবডেস্ক: লালগোলা থানার পুলিশ মঙ্গলবার রাতে এলাকায় টহল দিতে বেরিয়ে হাতেনাতে ধরলেন এক “এনআইএ আধিকারিককে”। যদিও তা ভুয়ো বলে দাবি পুলিশ কর্তাদের।
লালগোলা থানা সূত্রে জানা যায়, ধৃত জাহির আব্বাস এলাকায় টিউশন টিচার নামে পরিচিত। কিন্তু ভোটের মুখে রামনগর এলাকায় টহল দেওয়ার সময় তাকে সন্দেহজনকভাবে খুঁটি চালাতে দেখে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে। সে যখন নিজেকে NIA inspector বলে পরিচয় দেয়। তার কাছ থেকে একটি ভুয়া পরিচয় পত্র ও একটি হাতকরা উদ্ধার করে পুলিশ।
যদিও পুলিশের জেরায় ধৃত নিজের দোষ কবুল করলেও কেন সে নিজেকে NIA-র আধিকারিক হিসেবে পরিচয় দিল তার সদুত্তর দিতে পারে নি সে। পুলিশ অবশ্য ঘটনা খতিয়ে দেখছে।