
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ দুর্যোগের রাতে শিয়ালদহ-লালগোলা ফাস্ট প্যাসেঞ্জারে আগুন লাগার ঘটনা ঘটল বুধবার রাত্রে। স্থানীয় সূত্রে জানা যায়, রেজিনগর ও বেলডাঙার মাঝখানে দাদপুর এলাকায় হঠাৎই একটি গাছের ডাল ভেঙে পরে ফাস্ট প্যাসেঞ্জারের ওপর। যাত্রীদের দাবি, ঝড় জলের দরুণ গাছ ভেঙে পড়ে মহিলা কামরায়, তার থেকেই শর্ট সার্কিট। আগুন ধরে যায় বৈদ্যুতিক তারে। ঘড়িতে তখন রাত আটটা দশ, থেমে যায় ট্রেন দাবি ট্রেন যাত্রী সজল বিশ্বাসের। তিনি বলেন, ” আমার আশেপাশে যাঁরা ছিলেন তাঁরা গেটের সামনে ছুটে গিয়ে ঘুরে এসে বলেন ট্রেনে আগুন ধরে গিয়েছে। আমরা ভেবেছি কোনও নাশকতার ঘটনা ঘটেছে।”
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেল কর্তা ও রেল পুলিশ, আসে জিআরপিও। অন্ধকারে ডুবে যায় এলাকা। আতঙ্কে যাত্রীদের মধ্যে ট্রেন থেকে নামার জন্য হুড়োহুড়ি পরে যায়। যদিও কোনও আহতের খবরাখবর নেই। ঘন্টা দুয়েক ধরে মেরামতির পর রাত এগারোটার কিছু পরে বেলডাঙা স্টেশন ছেড়ে ফাস্ট প্যাসেঞ্জার বহরমপুরে পৌঁছায় রাত সাড়ে এগারোটায়। এদিকে এই ঘটনায় বিঘ্নিত হয় ট্রেন চলাচল। দীর্ঘক্ষণ ট্রেন অকুস্থলে দাঁড়িয়ে থাকায় পরবর্তী ট্রেনগুলিও গন্তব্যে পৌঁছতে দেরি হয়। রাত পৌনে বারোটা নাগাদ বেলডাঙা স্টেশন ছাড়ে ভাগীরথী এক্সপ্রেস। যদিও কলকাতা থেকে ৭ টা ২০মিনিটে ছেড়ে লালগোলা শিয়ালদহ মেমু বহরমপুরে ঢোকে রাত এগারোটা নাগাদ। সেই ট্রেনটি এদিন বেলডাঙা ঢোকে রাত এগারোটা পঞ্চাশে।