সংবাদ প্রতিনিধি, কলকাতাঃ দিনভর জলের নীচ দিয়ে মেট্রো চলাচল নিয়ে মশগুল থাকল নগর কলকাতা। ভালোয় ভালোয় সফর শেষে বাড়ি ফিরলেন তাঁরা যারা সক্কাল সক্কাল রওনা দিয়েছিলেন নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। তাঁদের অধিকাংশই ছিলেন মেট্রো রেলের সওয়ারি।
দেশের মধ্যে প্রথম কলকাতায় জলের নীচ দিয়ে গড়াল রেলের চাকা। সকাল সকাল টিকিট কেটে এই নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে হাজির হয়ে গিয়েছিলেন সঙ্গীত শিল্পী অনুপম রায়। শুক্রবার সকাল সাতটায় হাওড়া ময়দান স্টেশন থেকে গঙ্গার নীচ দিয়ে ধর্মতলা স্টেশনের উদ্যেশ্যে যাত্রী নিয়ে রওনা দেয় মেট্রো রেল। চোখের পলকে পৌঁছে যায় গন্তব্যে। প্রথম মেট্রো রেলের সফরের সাক্ষী থাকতে বৃহস্পতিবার গভীর রাত থেকেই টিকিট কাটতে স্টেশনের বাইরে লাইন দেন মানুষজন।
গত ৬ মার্চ প্রধানমন্ত্রী ধর্মতলা স্টেশনে এই আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধন করেন। লোকসভা নির্বাচনের আবহে তা নিয়ে রাজনীতির আঙিনা সরগরম থাকলেও সাধারণ মানুষজনের মধ্যে এদিন রেল সফর নিয়ে ছিল বিপুল উৎসাহ। মেট্রোর হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত চলাচল করবে এই মেট্রো। আপাতত হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পরিষেবা চালু হল। হাওড়া ময়দান, হাওড়া, মহাকরণ ও এসপ্ল্যানেডের মধ্যে দৈনিক যাতায়াত করবে। প্রতি ১২ মিনিট অন্তর অফিস টাইমে মেট্রো পাওয়া যাবে। বাকি সময় চলবে প্রতি ১৫ মিনিট অন্তর। রেল সূত্রে জানা যায়, দু-দিকের শেষ মেট্রো চলবে রাত ৯.৪৫এ । মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিটি যাত্রীকে এদিন গোলাপ ফুল দেওয়া হয়।