সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরকেই রাহুল দ্রাবিড়ের উত্তরসূরী বেছে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। মঙ্গলবার টানা কয়েক ঘন্টা নাটকের শেষে বিসিসিআই সচিব জয় শাহ এই ঘোষণা করেন। রাহুল দ্রাবিড় টি-২০ বিশ্বকাপের পরে আনুষ্ঠানিকভাবে বিরাট কোহলী, রোহিত শর্মাদের হেড কোচ থেকে পদত্যাগ করেন। তাঁর জায়গায় এখন থেকে বিরাটরা চলবেন গম্ভীর ঘরানায়।
আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যোগ দেবেন গৌতম গম্ভীর। টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, প্রাক্তন ভারতীয় ওপেনার গম্ভীর ভারতীয় জাতীয় দলের সহকারী কোচ হিসেবে অভিষেক নায়ারকে নিয়ে আসার কথা জানিয়েছেন ভারতীয় বোর্ডকে। নায়ার বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিতে গম্ভীরের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সেই ইচ্ছেকে মর্যাদা দিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আগেই এই ঘোষণা হতে পারত বলে এনডিটিভি দাবি করেছে। ওই সংবাদ সংস্থার দাবি, গম্ভীর এবং বোর্ডের মধ্যে চলমান বেতন আলোচনার কারণে আনুষ্ঠানিক ঘোষণায় বিলম্ব হয়েছে।
আরও পড়ুনঃ মোদি রাজ্যে বহুতল ভেঙে মৃত ৭, সুরাটে ধ্বংসস্তুপের নিচে অনেকে